শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মাদকসহ গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি: [২] জেলায় ডিবি’র মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম হেরোইনসহসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার বিকেল ৫টায় জেলা পুলিশের গোয়েন্দা ডিবি কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] জেলা পুলিশের গোয়েন্দা ডিবি কার্যালয় সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ও রবিবার সকালে বগুড়ার সদর, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

[৪] ডিবি পুলিশের একটি টিম বগুড়ার সদর উপজেলার তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ মো.আলামিনকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিন কাহালু উপজেলার সিন্দুরাইল পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

[৫] অপর একটি টিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আন্দরবাড়ী পাবলিক মাঠ এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সারিয়াকন্দি উপজেলার রামকৃষ্ণপুর দেউলি এলাকার মৃত জহুরুল সরদারের ছেলে মো.মাহিদুল ইসলামকে (৪৬), আন্দরবাড়ী এলাকার মো.সুরুজ্জামানের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং মো.আলতাফ হোসেনের ছেলে মো.মাসুম মিয়াকে (২২) আটক করে।

[৬] এছাড়া রবিবার সকালে গাবতলী উপজেলার উজগ্রাম বাজার এলাকায় ডিবির আর একটি টিম অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ গাবতলী উপজেলার উজগ্রাম সরকারপাড়া এলাকার মো.তোবারক হোসেনের ছেলে তাজমিন রওশন সরকার ওরফে পান্নাকে (৪০) আটক করে।

[৭] জেলা পুলিশের গোয়েন্দা ডিবি’র পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়