শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগড়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর

এমদাদ খান : [২] খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহষ্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহি কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা অনানুষ্ঠানিকভাবে রামগড়ের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমানের কাছে এ চাবি হস্তান্তর করেন। এ সময উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

[৩] উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের অন্যান্য উপজেলার মত রামগড়েও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে।

[৪] রামগড় পৌরসভার কমপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। ২০১৮-১৯ অর্থ সালের এ প্রকল্পের কাজ সমাপ্ত করা হয় গত বছরের জুন মাসে। প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ১ম ও ২য় তলা বাণিজ্যিক ব্যবহারের জন্য এবং ৩য় তলায় তিন কক্ষের মধ্যে একটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের অফিস, একটি হল রুম ও অন্যটি পাঠাগার হিসেবে ব্যবহৃত হবে।
কমপ্লেক্সটি সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়