শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতা সংকট ও দরদামেই সীমাবদ্ধ পশুর হাট, হতাশ বিক্রেতারা

শরীফ শাওন : [২] গাবতলী গরু হাটের ইজারাদার লুৎফর রহমান বলেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি। বিগত বছরগুলোতে এসময় হাট জমজমাট থাকলেও কোভিড প্রভাবে অনেক ক্রেতা হাটে আসছেন না। অনলাইন পশুর হাটের কারণেও হারাতে হচ্ছে কিছু ক্রেতা। এছাড়াও আর্থিক সংকটে অনেকেই কোরবানি দিতে পারছেন না। ফলে ব্যবসায়ীরা এবার বিপাকে পড়তে পারেন।

[৩] পশু বিক্রেতা আলাউদ্দিন বলেন, শুক্রবার ৪টি গরু নিয়ে হাটে এসেছি। দুদিনে একটি গরুও বিক্রি করতে পারিনি। বিক্রি করতে না পারলে গরু নিয়ে আসা-যাওয়া ও হাট খরচ নিয়ে লোকসান গুনতে হবে। রিয়াজ নামের অপর এক বিক্রেতা বলেন, গত বছর আটটি গরু এনে বিক্রি করেছিলাম। এবার দিনে দু একজন ক্রেতা আসলেও দাম শুনে চলে যাচ্ছেন।

[৪] হাটে আসা ক্রেতা আশরাফুল আলম বলেন, ক্রেতা কম থাকলেও গরুর দাম ছাড়ছেন না বিক্রেতারা। গতবারের চেয়ে এবার গরুর দাম আরও বেশি। গতবছর যে গরু ৮০ হাজার টাকা দিয়ে কিনেছি, এবার ১ লাখের নিচে বলছেন না গরু ব্যাপারিরা।

[৫] হাটের ২ নং বুথে কর্মরত জামাল শেখ বলেন, সামাজিক দূরত্ব মেনে ব্যাপারীদের অবস্থান করতে বলা হচ্ছে। মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা আছে। মনিটরিং টিম এসকল বিষয়গুলো নিয়মিত তদারকি করছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়