শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  চুরির অপবাদে কিশোরের চোখে মরিচের গুড়া মেখে নির্যাতন করলো মেম্বর দম্পতি

পিরোজপুর প্রতিনিধি : [২] ইন্দুরকানীতে চুরির অপবাদ দিয়ে কিশোর চোখে মরিচের গুড়া মেখে মেম্বর দম্পতির করা নির্যাতনের ঘটনা অবশেষে ফাস হয়ে পড়েছে। গত শুক্রবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পশ্চিম বালিপাড়া এলাকায় এ ঘটনার পর এরাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

[৩] সরেজমন প্রত্যক্ষকালে এলাকাবাসী জানায়, পশ্চিম বালিপাড়া গ্রামের মনোয়ার শেখের ছেলে মাসুম শেখ (১৪) কে টাকা চুরির মিথ্যা অপবাদে একই গ্রামের মহিলা ইউপি সদস্য মোসাঃ লাকি বেগম ও তার স্বামী আনোয়ার হোসেন, ফয়সাল ফকিরের দলবল নিয়ে রাতভর কিশোরকে নির্যাতন করেন । ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলেকে উদ্ধার করেন তার মা। কারো কাছে বিচার দিলে ছেলেকে মেরে ফেলবে বলে জানান নির্যাতনের শিকার কিশোর মাছুমের মা মনোয়ারা বেগম।

[৪] মাসুম শেখ বলেন , আমি অনেকদিন ধরে লাকি মেম্বারের বাড়ীতে দিনমজুর হিসেবে কাজ করি। শুক্রবার ফয়সাল আমাকে লাকি মেম্বারের বাড়ী থেকে ৩৮০ পিচ ইয়াবা নিয়ে আসতে বলে। আমি সেই ইয়াবা ফয়সালের কাছে এনে দিলে বিক্রি করার পরে বাকি গুলো আমাকে আনোয়ারের দোকানের পিছনে রেখে আসতে বললে আমি রেখে আসি। পরে সেখানে ওই ইয়াবা না পাওয়ার কারনে আমাকে তার বাড়ীতে নিয়ে ৫০হাজার টাকা চুরির অপবাদ দিয়ে আমার চোখে মরিচের গুড়া দিয়ে শরিরের বিভিন্ন স্থানে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করেন।

[৫] অভিযুক্ত লাকি মেম্বার বলেন, একটি জমি রেজিষ্ট্রি বাবদ ৫০হাজার টাকা চুরি করায় জিজ্ঞাসাবাদ করা জন্য মাসুমকে বাড়ীতে ডেকে আনা হয় এবং টাকা উদ্ধারের জন্য বিভিন্ন ধরনে ভয়ভীতি দেওয়া হয় ।

[৬] একই এলাকার বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি বলেন, ফয়সাল সহ তারা দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার ব্যবসার সাথে জড়িত । মাসুমকে তারা ৩৮০ পিচ ইয়াবা দোকানের পিছনে রাখতে দিয়েছে। সেই ইয়াবা হারিয়ে যাওয়ায় চুরি অপবাদ দিয়ে তার উপর নির্যাতন করা হয়েছে ।

[৭] ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান,উপজেলার বালিপাড়া এলাকায় কিশোর নির্যাতনের শিকার বিষয়টি আমি শুনেছি । লিখিত অভিযোগ পেলে তদন্ত সহকারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়