শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া, ২৬০ মিলিয়ন পাউন্ড আয় করবে স্বাগতিকরা

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে। সফরে তারা স্বাগতিক দলের বিরুদ্ধে তিন ওয়ানডে ও টি- টোয়েন্টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়াকে আতিথেয়তার মধ্য দিয়ে গ্রীষ্মের মৌসুমের খেলা শেষ করবে ইংল্যান্ড।

[৩] এরই মধ্েয দুই দেশের বোর্ড সূচি চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়া ২৬ জনের স্কোয়াডও বেছে নিয়েছে। তবে সরকারের থেকে এখনও দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি পায়নি তারা। এজন্য সফর চূড়ান্তও করতে পারছে না অস্ট্রেলিয়া। দুই দলের এ সিরিজটি অনুষ্ঠিত হলে ব্রডকাস্ট থেকে ২৬০ মিলিয়ন পাউন্ড আয় করবে ইংল্যান্ড। এজন্য সিরিজটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। - রাইজিংবিডি

[৪] করোনা প্রকোপ থেকে মুক্তি পাওয়ার পর ইংল্যান্ড প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফেরায়। ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তার মধ্য দিয়ে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু করে ক্রিকেটের জনকরা। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট এখন চলছে। ওয়েস্ট ইন্ডিজের পর তারা পাকিস্তানের বিপক্ষেও তিনটি টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে এবং আয়ারল্যান্ডকেও আতিথেয়তা দেবে। প্রতিবেশী দেশের সঙ্গে খেলবে তিনটি ওয়ানডে।

[৫] মৌসুমের খেলা শেষ করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই দলের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ৪ সেপ্টেম্বর। পরের দুইটি টি-টোয়েন্টি ৬ ও ৮ সেপ্টেম্বর। সাউদাম্পটনের অ্যাজেস বোল মাঠেই হবে টি-টোয়েন্টি সিরিজ। ওর্ল্ড ট্রাফোর্ডে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর হবে তিনটি ওয়ানডে। সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর তিনদিন আগে দুই দল শেষ ওয়ানডে খেলবে। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ড থেকেই দুই দলের ক্রিকেটাররা আইপিএল খেলতে দুবাইয়ের বিমানে উঠবেন। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়