শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার বিরুদ্ধে কাজ করছে একটি গ্যাং : এ আর রহমান

ডেস রিপোর্ট : ভারতের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী, সুরস্রষ্টা এ আর রহমান। মাদ্রাজের মোজার্ট, অস্কার ও গ্র্যামি-বিজয়ীকে সংগীতপ্রেমীদের জন্য আশীর্বাদ বললে ভুল হবে না। চলচ্চিত্র অঙ্গনে তাঁর মতো প্রতিভাবান ব্যক্তি থাকাকে বিশাল সম্মানের বলেই বিবেচনা করা হয়। তবে তামিল ছবির তুলনায় কমসংখ্যক হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু কেন? এনটিভি অনলাইন

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, বলিউড ছবিতে কম কাজ করার নেপথ্যের কারণ সম্প্রতি জানিয়েছেন এ আর রহমান। প্রখ্যাত এই সংগীত সুরকার জানান, বলিউডে তাঁকে নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়ার একটি দল রয়েছে এবং এ কারণেই তিনি অধিক বলিউড ছবিতে কাজ করতে পারছেন না। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’র কয়েকটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন রহমান।

রেডিও মিরচিকে দেওয়া সাক্ষাৎকারে রহমান বলেন, “আমি ভালো ছবিকে না বলি না। আমার মনে হয়, এখানে একটি গ্যাং আছে, যারা ভুল বোঝাবুঝি তৈরি করছে ও মিথ্যা গুজব ছড়াচ্ছে। মুকেশ ছাবড়া আমার কাছে এলে আমি তাঁকে দুদিনে চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, ‘স্যার, কত লোক বলেছে যে যাবেন না, তাঁর (রহমান) কাছে যাবেন না এবং তারা আমাকে গল্পের পর গল্প বলছিল।’ আমি শুনেছি এবং বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমি বুঝতে পারি কেন আমি কম কাজ করছি (হিন্দি ছবিতে) এবং কেন ভালো সিনেমা আমার কাছে আসে না। আমি বাজে সিনেমায় কাজ করছি, কারণ একটি গ্যাং আমার বিরুদ্ধে কাজ করছে, কিন্তু তারা জানে না যে তারা ক্ষতি করছে।”

তবে নিয়তির প্রতি বিশ্বাস রাখেন জানিয়ে রহমান মনে করেন, সবকিছুই স্রষ্টার কাছ থেকে আসে। ভালো ছবি নিয়ে আসা যে কাউকে তিনি স্বাগত জানাবেন। ‘কিন্তু আমার কাছে এলে সবাইকে স্বাগত জানাব। সুন্দর চলচ্চিত্র তৈরি করুন এবং আমি সব সময় স্বাগত জানাব,’ যোগ করেন রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়