শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ১০টি ব্রডগেজ ইঞ্জিন দিচ্ছে ভারত, হস্তান্তর আগামীকাল 

সুজন কৈরী : [২] ভারতের উপহার হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ) সোমবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। দর্শনা গেদে ইন্টার-কানেকশন পয়েন্টের মাধ্যমে লোকোমোটিভগুলো হস্তান্তর করবে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

[৩] রোববার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের রেলপথ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মন্ত্রী রেল ভবন থেকে এবং ভারতের রেলমন্ত্রী দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করবেন।

[৪] জানা যায়, ভারত থেকে দশটি মিটারগেজ এবং দশটি ব্রডগেজ ইঞ্জিন আনার কথা ছিল। কিন্তু বাংলাদেশ রেলওয়ে শুধুমাত্র দশটি ব্রডগেজ ইঞ্জিন আনছে।

[৫] এর কারণ উল্লেখ করে শরিফুল আলম বলেন, মিটারগেজ ইঞ্জিন নিবো না, কারণ ভারতে এই ইঞ্জিন চলে না। সেহেতু সেগুলো ২০ থেকে ৩০ বছরের পুরনো হয়ে গেছে। মিটারগেজ ইঞ্জিনগুলো বাংলাদেশে রেলের খুব একটা কাজেও লাগবে না। এজন্যই শুধু দশটি ব্রডগেজ ইঞ্জিন নেয়া হয়েছে।

[৬] একটি ট্রেন চালানোর জন্য মূল ভূমিকা পালন করে ইঞ্জিন বা লোকোমোটিভ। এটি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনের কিছুটা সংকট রয়েছে। তাই ট্রেনের গতি স্বাভাবিক রাখতে ভারত থেকে ইঞ্জিনগুলো আনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়