শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর

আসাদুজ্জামান সম্রাট: [২] দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আবাসন সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর আজিমপুর, মতিঝিল, মিরপুর ও জিগাতলায় ইতিমধ্যে ৯ টি প্রকল্পের আওতায় ৩০১২টি ফ্ল্যাট নির্মাণ করে তা হস্তান্তর করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আরও ১৭টি প্রকল্পের মাধ্যমে ৯৭৩৪টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া আরও ৯টি প্রকল্পের আওতায় ৮৮৩৫টি ফ্ল্যাট নির্মাণ কাজ অনুমোদনের জন্য বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: আশরাফুল
আলম।

[৩] তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারিদের আবাসনের হার ৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২২ শতাংশে উন্নীত হবে। এছাড়া বাকি ফ্ল্যাটের চাহিদা ২০৪১ সালের মধ্যে পূরন করা সম্ভব হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশে

[৪] নির্মাণ অঙ্গনের পথিকৃত। প্রায় দুই শত বছর ধরে পিডব্লিউডি দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় মান নির্ধারণ করে আসছে। এটি সরকারী নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্বশাসিত সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়নেও এর ভূমিকা রয়েছে।

[৫] প্রধান প্রকৌশলী জানান, গণপূর্ত বিভাগের একটি দক্ষ ও অভিজ্ঞ জনবল রয়েছে, যাদের মধ্যে আছেন সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা। এছাড়া স্থাপত্য অধিদপ্তরের স্থপতিরাও তাদের সঙ্গে পাশাপাশি কাজ করে থাকেন। বছরের পর বছর ধরে গড়ে উঠা পেশাদারিত্ব ও কাজের সুউচ্চ মান পিডব্লিউডির অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেছে। তাই যেকোনো নির্মান প্রকল্পের জন্য পিডব্লিউডি-ই সবার প্রথম পছন্দ।

[৬] অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটানা তিন মেয়াদের সরকার আমলে গণপূর্ত অধিদপ্তরের উন্নয়ন কাজ রেকর্ড গড়েছে। কারণ অতীতে অন্য কোন সরকার আমলেই এতো বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি।

[৭] তিনি বলেন, নির্মাণ কাজের গুনগতমান সঠিক রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন তারা। সংস্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেক গুরুত্বপূর্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় সংসদ ভবনের কর্মকর্তা কর্মচারীদের জন্য ৪৪৮ টি ফ্ল্যাট নির্মাণ, সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য ৭৬টি ফ্ল্যাট নির্মাণ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বাংলা একাডেমি ভবন নির্মাণ, চট্রগ্রাম ৪ তলা বিশিষ্ট নতুন আদালত ভবন নির্মাণ, মুন্সিগঞ্জ জেলায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ (২য় পর্যায়), গাজিপুরে শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোািরয়াল বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজ নির্মাণ, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ, মেহেরপুর মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র নির্মাণ, ঢাকায় পুলিশ টাওয়ার নির্মান, ২টি এসএসএফ কোয়ার্টারস (১টি ১১ তলা কর্মকর্তাদের জন্য এবং ১টি ১৪ তলা কর্মচারীদের জন্য), বিএসটিআই ভবন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর হোষ্টেল নির্মাণ, চট্টগ্রামে নতুন আদালত ভবন নির্মাণ, ঢাকায় ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরো সায়েন্সেস ভবন এবং খিলগাঁও এ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, তেজগাঁও এ
জাতীয় ইএনটি ইন্সটিটিউট, ঢাকাস্থ আজিমপুরে সরকারী কলোনীতে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ, মতিঝিলে সরকারী কলোনীতে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ, জাতীয় সংসদ ভবনের পূর্ত কাজ, বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম এর উন্নয়ন, বঙ্গভবনের অভ্যন্তরে রাষ্ট্রপতির রেসিডেন্স ব্লক সংলগ্ন পূর্বদিকে সুইমিংপুল স্থাপন, ঢাকাস্থ মিরপুর ৬ নং সেকশনে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ১০৬৪ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ৬০৮ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, মিরপুর ৬ নং সেকশনে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা/ কর্মচারিদের জন্য ২৮৮ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, ঢাকার বেইলী রোডে মন্ত্রীদের জন্য আবাসিক ভবন নির্মাণ (মিনিস্টার্স এপার্টমেন্ট-৩ নির্মাণ), ইস্কাটনে সিনিয়র সচিব/সচিব/গ্রেড-১ কর্মকর্তাদের জন্য ৩টি ২০ তলা ভবনে ১১৪ টি ফ্ল্যাট নির্মাণ, ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা।

[৮] গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম জানান, জমির সর্বোত্তম ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে পরিকল্পিত অবকাঠামো বিনির্মাণে ভূমিকা রাখছে গণপূর্ত অধিদপ্তর। দেশের সকল প্রকার নির্মাণ শিল্পে সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর প্রয়োগে কার্যকর ভূমিকা রাখা, ভবন নির্মাণে ভুমিকম্প প্রতিরোধক আধুনিক প্রযুক্তির হস্তান্তর, প্রয়োগ ও প্রসার এ কার্যকর ভুমিকা পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়