শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারও সমুদ্রে সেই মাছ, আবারো ভয়াবহ সুনামির সংকেত!

আন্তর্জাতিক ডেস্ক: [২] সমুদ্রের এই মাছকে জাপানিরা সমুদ্রের দূত বলে থাকে। এই মাছের নাম জাপানি ভাষায় রিউগু নো সুকাই। তবে এই মাছকে জাপানিরা ভয় পায়। কেননা এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা। আর তার কারণ, বিধ্বংসী সুনামির আগে এই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে আসে। এবারও সমুদ্রে মিলেছে এই মাছ। আর এই মাছ সমুদ্রে পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের আলাক্সা কেঁপে উঠেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে। শুধু তাই নয়, ভূমিকম্পের কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারেও বলে জানানো হয়েছে।

[৩] সম্প্রতি মেক্সিকোর কজুমেলের কোয়াইন্টানা রুতে ৬ ফুট লম্বা মাছটি পাওয়া যায়। জেলেরা মাছটিকে আহত অবস্থায় পায়। তাদের ধারণা, আহত বলেই সাগর থেকে মাছটি উপরে চলে এসেছে।

[৪] তবে ওরফিশের সঙ্গে সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন। কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। গতবারও ওরফিশ উঠে আসা কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। ইন্দোনেশিয়া, জাপানের বিস্তর ক্ষতি হয়েছিল সেই ভয়ঙ্কর সুনামিতে।

[৫] রিউগু নো সুকাই নিয়ে জাপানিদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছিল ২০১১ সালে। সেবারও জাপানের উপকূল অঞ্চলে এক ডজন ওরফিশ দেখা গিয়েছিল। তার পরই ভয়ঙ্কর সুনামি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়