শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্লাজমা দিতে ঢাকায় কুমিল্লার কোভিড জয়ী ৫৬ পুলিশ

ইসমাঈল ইমু : [২] কোভিড জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন। এমন প্রতিপাদ্যকে লালন করে কোভিড শনাক্ত রোগীদের প্লাজমা দিতে কুমিল্লা জেলা পুলিশের আরও ৫৬ জন সদস্য ঢাকায় এসেছেন।

[৩] শনিবার সকালে প্রথমধাপে ২৮ পুলিশ সদস্য কুমিল্লা পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রোববার সকালে দ্বিতীয় ধাপে আরও ২৮ জন প্লাজমা দিতে ঢাকায় আসছেন। এর আগে গত ৯ জুন কুমিল্লা জেলা পুলিশের ২৭ সদস্য ঢাকায় এসে প্লাজমা দান করেন। সব মিলিয়ে প্লাজমা দান করছেন জেলা পুলিশের ৮৩ জন সদস্য।

[৪] এর আগে শনিবার সকালে প্লাজমা দিতে যাওয়া ৫৬ পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

[৫] এ সময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, করোনা ক্রান্তিতে দায়িত্ব পালন করতে গিয়ে ২০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। জেলা পুলিশের তত্ত্বাবধানে আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে উঠেন।

[৬] তাদের মধ্য ৮৩ জন পুলিশ সদস্যের অ্যান্টিবডি পজিটিভ হওয়ায় তারা ঢাকায় প্লাজমা দান করতে যান। আর এমন সব ইতিবাচক কাজে পুলিশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিঃসন্দেহে কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়