ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহের শৈলকুপায় ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শিহাব উদ্দীন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি উপজেলার শেখপাড়া গ্রামের বশির শেখের ছেলে। তাকে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শেখপাড়া বাজার থেকে আটক করা হয়।
[৩] র্যাব সূত্রে জানা যায়, শেখপাড়া বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেট কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শেখপাডা বাজারের রাজু ভিলা সংলগ্ন বিশ্বরোডের সামনে থেকে তাকে আটক করে র্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসন্তপুর থেরাপি সেন্টারে নিয়ে অভিযান চালিয়ে সেখান থেকে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।