শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রী সফরকালে কোভিড আক্রান্ত হলে চিকিৎসা খরচ দেবে এমিরেটস

দেবদুলাল মুন্না:[২] সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন গত শুক্রবার এ ঘোষণা দেয়। কার্যকর হবে গতকাল শনিবার থেকে। বিশ্বে এমন ঘোষণা তারাই প্রথম দিয়েছে। তারা বলেছে, সফরকালে কেউ করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসাখাতে এক লাখ ৭৩ হাজার ডলার পর্যন্ত খরচ করবে এমিরেটস। এছাড়া ১৪ দিনের কোয়ারেন্টিনের খরচ ১০০ ইউরো পর্যন্ত বহন করবে তারা।

[৩] এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এক বিবৃতিতে বলেছেন, করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়ে প্রতিটি পদক্ষেপ নিয়ে কঠোরভাবে কাজ করেছে এমিরেটস। এ জন্য আমাদের বুকিং পলিসি শিথিল করা হয়েছে। এখন আমরা সেটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের কাস্টমারদের বিনামূল্যে করোনার চিকিৎসা দেবো। কোয়ারেন্টিনের খরচ বহন করবো।

[৪] বিমানের সব শ্রেণির আরোহীর জন্যই এই নিয়ম কার্যকর হবে। আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। বলা হয়েছে, এই ঘোষণা কোনো যাত্রীর প্রথম সফর শুরু থেকে ৩১ দিনের জন্য কার্যকর থাকবে। ফলে যাত্রীরা এমিরেটস থেকে যেকোনো গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা নিতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়