শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের নমুনা নিজেই সংগ্রহ, রিপোর্টে করোনা পজিটিভ

ডেস্ক রিপোর্ট: অন্য কেউ নয়, নিজের নমুনা নিজেই সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠালেন তিনি। তারপর সেই নমুনার রিপোর্টে পাওয়া গেলো করোনা পজিটিভ।

করোনায় আক্রান্ত এই রোগী হচ্ছেন, ভাসান চন্দ্র কীর্তনীয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তিনি। মেডিকেল টেকনোলজিস্ট পদে দীর্ঘদিন ধরে কাজ করছেন ভাসান চন্দ্র কীর্তনীয়া (৪০)।

খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর জেলায় প্রথমবারের মতো করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়, মতলব উত্তরে। গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সেই করোনা রোগীর নমুনা সংগ্রহ করেছিলেন, এই ভাসান চন্দ্র কীর্তনীয়া। তারপর থেকে এই পর্যন্ত গোটা উপজেলায় একাই চার শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করেন তিনি।

অথচ এবার করোনা পজিটিভ নিয়ে ধরাশায়ী হলেন এই করোনা সন্ধানকারী।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন জানান, গত সপ্তাহে সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েন, মেডিকেল টেকনোলজিস্ট ভাসান চন্দ্র কীর্তনীয়া। তারপর অসুস্থ অবস্থায় নিজের নমুনা নিজেই সংগ্রহ করেন তিনি। গত বুধবার সেই নমুনার রিপোর্টে পাওয়া গেলো, করোনা পজিটিভ নিয়ে আক্রান্ত হয়েছেন, ভাসান চন্দ্র কীর্তনীয়া।

এদিকে, করোনা আক্রান্ত এই রোগী তার গ্রামের বাড়ি মতলব উত্তরের দূর্গাপুর এলাকায় আছেন। সেখানে হোম আইসোলেশনে আছেন তিনি।

অন্যদিকে, শুক্রবার পর্যন্ত চাঁদপুরের করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৫ শ ৯৪ জন। এরমধ্যে মারা গেছেন ৭১ জন।সময় নিউজ, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়