শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশরাফুলকে নিয়ে দুই নির্বাচকের মিথ্যাচার

নিজস্ব প্রতিবেদক : [২] ৭ বছর থেকে নেই জাতীয় দলে। তবুও ভক্তরা আছে অপেক্ষায়। আশরাফুলকে একবার হলেও দেখতে চান লাল সবুজের জার্সিতে।

[৩] ক্রিকেট ভিত্তিক ফেইসবুক একটি পেজে একদিন লাইভে অতিথি হয়ে আসেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। সেখানে বার বার আশরাফুল ভক্তরা তাদের কাছে প্রশ্ন করেছেন আসলে আশরাফুলকে কেন তারা দলে নিচ্ছেন না কিংবা কি করলে দলে পাবেন আশরাফুল? এর জবাবে দুই নির্বাচক যে পরিসংখ্যানটা তুলে ধরে খোঁড়া অযুহাত দিয়েছেন সেটাকে মিথ্যাচার বললেও ভুল হবেনা।

[৪] বাশারের ভাষায়, ‘আশরাফুল ব্যাটিং করতো ৪ আর ৫ এ। সেখানে এখন ব্যাটিং করে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৬ এ আছে মাহমুদউল্লাহ। এখন এই তিনজনকে এই জায়গা থেকে সরানো তো এখন কঠিন। ৩ বা ৭ নং এ আশরাফুল ব্যাটিং করে না।

[৫] আশরাফুল নিষেধাজ্ঞায় তিনজন তিনটা জায়গা দখল করে নিয়েছে। তাই আশরাফুলের ফিরতে হলে আরও ধারাবাহিক ও অসাধারণ কিছু পারফর্ম করতে হবে। আমরা চাই না বা আলাপ করি না এমন না।’

[৬] আরেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও একই কথা বলেছেন। যারা নির্বাচক দল গঠন করেন নিশ্চয়ই ক্রিকেটারদের পরিসংখ্যান তাদের মুখস্থ থাকার কথা। নির্বাচকেরা আশরাফুলকে নিয়ে যে তথ্য দিয়েছেন তার বাস্তবতা ভিন্ন।

[৭] নির্বাচকেরা বলেছেন, ৩ নম্বরে আশরাফুল ব্যাটিং করেন না। অথচ পরিসংখ্যান বলছে, ক্রিকেটের তিন ফরম্যাট মিলে আশরাফুল সর্বমোট ৬১ বার ৩ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন। ব্যাটিংয়ে নেমে এই পজিশনে আশরাফুলের ব্যর্থতার রেকর্ডটাও সফলতার চেয়ে বেশি নয়।

[৮] টেস্টে ৩ ম্যাচে ৩৫১ রান করেছেন আশরাফুল। যেখানে গল টেস্টে ক্যারিয়ার সেরা ১৯০ রানের ইনিংসটিও খেলেছেন তিন নম্বরে নেমেই। ওয়ানডেতে সর্বমোট ৫১ ইনিংসে তিনে নেমেছেন আশরাফুল। সব মিলিয়ে করেছেন ৯৮৪ রান। ওয়ানডে ক্যারিয়ারে যে ৩ টি সেঞ্চুরি সেটাও করেছেন এই তিন নম্বরে নেমেই। টি-টোয়েন্টিতে সর্বমোট ৭ ইনিংসে ওয়ান ডাউনে ব্যাট করেছেন আশরাফুল। যেখানে সর্বোচ্চ ২১.১৮ গড়ে করেছেন ১৪৮ রান। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৫ রানের ইনিংসটাও খেলেছেন তিন নম্বরে নেমেই।

[৯] ঘরোয়া লীগের দিকে যদি তাকানো যায়, তবে খুব বেশিদূর আপনাকে যেতে হবেনা। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে ২০১৮ সালে কলাবাগানের হয়ে ৬৬৫ রান করে জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতে তিনে ছিলেন আশরাফুল। যেখানে ৫ টি সেঞ্চুরি করেছিলেন। হ্যাটট্রিক শতকও ছিল। আর সব গুলো ম্যাচেই নেমেছিলেন তিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়