শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতায় দায়ীদের শাস্তি দিতে হবে: বাসদ

সমীরণ রায় : [২] বাসদ মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পনাহীন নগরায়ন আর খাল-নালা দখলের কারণে ঢাকা থেকে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ আগেই বন্ধ হয়ে গেছে। পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, দুই সিটি কর্পোরেশন, রাজউক ও ক্যান্টনমেন্ট বোর্ডের ৬টি সংস্থার ওপর। সংস্থাগুলো একে অপরের ওপর দোষ চাপিয়ে চলছে। এমনকি জলাবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ করলেও সমস্যা সমাধান হচ্ছে না।

[৩] তারা বলেন, ৩৮৫ কিলোমিটার নালা, ৮৫ কিলোমিটার দৈর্ঘ্যরে খাল ও চারটি স্থায়ী পাম্পস্টেশন রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ঢাকা ওয়াসার ওপর। দুই হাজার ২১১ কিলোমিটার নালা দেখাশুনা করে দুই সিটি করপোরেশন। ৫২টি স্লূইস গেট আর একটি পাম্পস্টেশন দেখভাল করে পানি উন্নয়ন বোর্ড। ৩০০ একরের হাতিরঝিল এবং প্রায় ২৫ কিলোমিটার লেক দেখাশুনার দায়িত্ব রাজউকের।

[৪] তারা আরও বলেন, একটি আদর্শ শহরের ৩০ থেকে ৩৫ শতাংশ উম্মুক্ত জায়গা, সবুজ পার্ক ও জলাধার থাকার কথা থাকলেও বাস্তবে ঢাকায় নেই। তাছাড়া স্লূইসগেট ও পাম্প স্টেশনগুলোতে ময়লা আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশন ঠিক হয় না। বরং সরকারের প্রশ্রয়ে দুর্নীতি, লুটপাট ও অনিয়মের মহাউৎসব চলছে। পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা তার বাইরের কিছু নয়।

[৫] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়