শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নয়, জ্বরে আক্রান্ত পপি

ইমরুল শাহেদ : [২] লকডাউনের মাত্র কয়েকদিন আগে চিত্রনায়িকা পপি সপরিবারে খুলনা যান। এখনো তিনি সেখানেই আছেন। খুলনা শিববাড়ির বাড়িতে দীর্ঘদিন থাকার কারণে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ফিসফাস কথা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু পপির বাবা মীয়া আমীর হোসেন বলেছেন, এসব হলো গুজব। তবে পপির জ্বর হয়েছে। এখন বিশ্রামে আছে। পপির ছোটবোনও বলেছেন, তার ওই ধরনের কোনো উপসর্গ নেই।

[৩] বৃহস্পতিবার রাতে পপি কথা বলেন এই প্রতিবেদকের সঙ্গে। তখন তিনি জ্বরের কথাই বলেছেন। এই প্রতিবেদক যখন তাকে কোভিডের কথা ইঙ্গিত করেন তখন তিনি বলেন, এই ধরনের কিছু হয়নি।

[৪] লকডাউনের সময় তিনি খুলনার বিভিন্ন এলাকায় ত্রাণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইসার বিতরণ করেছেন। এখনও মাঝেমধ্যে তা করছেন। পপি জানান, ঈদ শেষ করেই তিনি ঢাকা ফিরবেন।

[৫] করোনভাইস থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য সমাজের অন্যান্যের মতো তারকা শিল্পীরাও চলে গেছেন ঘরের চার দেওয়ালের মধ্যে। যতক্ষণ পর্যন্ত না দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্তই তারা ঘরে থাকবেন। কিন্তু ঘরে থাকার সময়টাতে তাদের কার কিভাবে কাটছে?

[৬] কিভাবে কাটছে জানতে চাওয়া হলে পপি বলেন, নামাজ পড়া, বই পড়া, সিনেমা দেখা এবং আশপাশের লোকজনকে করোনা সচেতন করা নিয়ে সময় কেটে যাচ্ছে।

[৭] পপি জানান, ভূতের বই পড়তে তার ভালো লাগে। এছাড়া ইন্টারনেটে সময় কাটানোটাও আনন্দের। বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা আর আতঙ্কে না থেকে কিছুটা আনন্দে থাকলে মানসিক ভারসাম্যটা থাকে। সুতরাং হতাশ না হয়ে আনন্দে থাকাটাই ভালো। ঘরবন্দি সময়ও যে কত আনন্দময় আর বৈচিত্র্যে কাটানো যায় সেটাই এখন উপলব্ধি করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়