শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এয়ারবাস বিবাদে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে শুল্ক প্রত্যাহারের দাবি জানাল ইইউ

রাশিদ রিয়াজ : [২] ইউরোপীয় কমিশন যুক্তরাষ্ট্রকে বলেছে বিশ^ বাণিজ্য সংস্থার বিধিগুলো এয়ারবাস মেনে চলছে বলে বিমান তৈরি এ কোম্পানির ওপর সব ধরনের অযৌক্তিক শুল্ক তুলে নেয়া উচিত। ভর্তুকি দেয়া নিয়ে এয়ারবাসের ওপর এধরনের শুল্ক চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র। আরটি

[৩] এয়ারবাস বলছে কোভিড পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত কোম্পানিটির ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নেয়া। গত বছর ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সাড়ে ৭ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে। ইউরোপীয় কমিশনের কমিশনার ট্রেড ফিল হোগান বলছেন এধরনের শুল্ক অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে।

[৪] ২০০৪ সালে যুক্তরাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেনের ওপর ভর্তুকি প্রদান ও এয়ারবাসকে অনুদান সহায়তার অভিযোগ তুললে এধরনের শুল্ক বিরোধ শুরু হয়। পাল্টা মার্কিন বিমান তৈরি কোম্পানি বোয়িংয়ের ওপর একই ধরনের সহযোগিতা দেয়ার অভিযোগ তোল ইউরোপীয় ইউনিয়ন।

[৫] একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপর পর পনির থেকে শুরু করে জলপাই, হুইস্কি পর্যন্ত যুক্তরাষ্ট্রে রফতানি কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্স, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্য থেকে ৩.১ বিলিয়ন ডলারের রফতানি পণ্যে ফের শুল্ক আরোপের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়