শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টসে হেরে ব্যাট করছে ইংল্যান্ড

রাহুল রাজ: [২] ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি লড়াইয়ে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড ও উইন্ডিজ। বিকাল চারটায় শুরু হয়েছে ম্যাচ। এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

[৩] যার ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমেছে ইংলিশরা। তবে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসেছে দলটি। কিমার রোচের করা ওভারের শেষ বলে এলবিডবিøউর শিকার হয়ে ফেরেন তিনি ডম সিবলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সর্বশেষ সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১৫ ওভার শেষে ২৭ রান। উইকেটে বার্নস ও অধিনায়ক রুট ব্যাটিং করছে।

[৪] এর আগে সিরিজ জিততে দুই দলই নিজেদের একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামে। ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় টেস্টের একাদশ থেকে এনেছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন জ্রর্ফা আর্চার ও জেমস অ্যান্ডারসন। বিপরীতে বাদ পড়েছেন জ্যাক ক্রাউলি ও স্যাম কারান।

[৫] অপরদিকে ক্যারিবিয়ানদের একাদশেও এসেছে পরিবর্তন। এক পরিবর্তনে একাদশে এসেছেন বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার রাকিম কর্নওয়েল। বিপরীতে বাদ পড়েছেন আলঝারি জোসেপ।

[৬] ইংল্যান্ড একাদশ: ররি বার্নস, ডম সিবলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলে পপে, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ডম বেস, জর্ফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

[৭] উইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্রাথওয়েট, শাই হোপ (উইকেটরক্ষক), শামারাহ ব্রæকস, রোস্টন চেজ, জারমেইন বø্যাকউড, শেইন ডওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), রাকিম কর্নওয়েল, কিমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়