শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে বেড়ানোর কথা বলে অটো ছিনতাই

মাজহারুল শিপলু: [২] ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আগ ধল্যা এলাকায় ব্যাটারি চালিত অটো রিকসা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) বিকেলে দুই কিশোর ও এক কিশোরীকে পুলিশের কাছে সোর্পদ করে এলাকাবাসী। তবে ছিনতাইকারীর আরেক সদস্য এক যুবক পালিয়ে যায় বলে জানা গেছে।

[৩] এ ঘটনার পর শুক্রবার (২৪ জুলাই) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মুরাদুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মুজাহাটি গ্রামের হুমায়ন খানের ছেলে মো. মাছুম খান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার রহিমপুর গ্রামের রুপচানের ছেলে রতন (১২)। তবে এ ঘটনায় পুলিশে সোপর্দকৃত কিশোরীটির কোন সম্পৃত্ততা নেই দাবি করে মামলায় তার নাম রাখা হয়নি।

[৪] ছিনতাইকারীদের কবলে পড়া ব্যাটারি চালিত অটো রিকসা চালক আজিজুল হক (২৪) বলেন, গত বুধবার দুপুরের দিকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানোর কথা বলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই কিশোর, এক যুবক ও এক কিশোরী তার ব্যাটারি চালিত অটো রিকসাটি ভাড়া করেন। এরপর শহরের কয়েকটি স্থানে বেড়ানোর পর তারা মির্জাপুরের দিকে রওনা হতে বলে।

[৫] কিন্তু মির্জাপুর আসার পথে আগ ধল্যা এলাকার সাদিয়া টাঙ্গাইল সংলগ্ন স্থানে পৌঁছালে হঠাৎ মোটর সাইকেল যোগে এক যুবক তার অটোর গতিরোধ করে ও অটোর ভিতরে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা তাকে চড় থাপ্পর মেরে গাড়ি থেকে ফেলে দিয়ে অটো নিয়ে মির্জাপুরের দিকে রওনা হয়। এরপর অন্য একটি লেগুনার সহায়তায় আজিজুল আগ ধল্যা আন্ডারপাস এলাকায় এসে অটোটিকে ধরতে সক্ষম হয়।

[৬] এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, আটককৃত ৩ জনের মধ্যে কিশোরী মেয়েটি আসলে ছিনতাইয়ের সাথে জড়িত নয়। ছিনতাইকারী একজনের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে মেয়েটি ওই অটোতে ছিলো গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়