শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ানএমডিবি কেলেঙ্কারি মেটাতে মালয়েশিয়াকে ৩.৯ বিলিয়ন ডলার দেবে গোল্ডম্যান

রাশিদ রিয়াজ : [২] মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাক্সকে মালয়েশিয়া সরকারকে এজন্যে নগদ আড়াই বিলিয়ন ডলার দিতে হবে। বাকি অর্থ আসবে ব্যাংকটি জব্দকৃত ১.৪ বিলিয়ন ডলারের সম্পদ থেকে। এর বিপরীতে গোল্ডম্যানের ওপর আনীত সবধরনের ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নেবে মালয়েশিয়া সরকার। ব্লুমবার্গ

[৩] মালয়েশিয়ায় আলোচিত ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাড (ওয়ানএমডিবি) তহবিল গঠনে গোল্ডম্যানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারীর অভিযোগ ওঠে। গোল্ডম্যানের জব্দকৃত সম্পদ থেকে মালয়েশিয়াকে অর্থ ফেরতে সহায়তা করবে মার্কিন বিচার বিভাগ। মালয়েশিয়ার অর্থমন্ত্রণালয় আশা করছে গোল্ডম্যানের সঙ্গে চুক্তি থেকে তারা সাড়ে ৪ বিলিয়ন ডলার ফেরত পেতে সমর্থ হবে।

[৪] ২০০৮ সালে মন্দার সময় মালয়েশিয়ায় ওই অর্থকেলেঙ্কারীর জন্যে গোল্ডম্যান বড় ধরনের বিপাকে পড়ে। ব্যাংকটি মালয়েশিয়া সরকারকে সাড়ে ৬ বিলিয়ন ডলারের রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ (ওয়ানএমডিবি) তহবিল গড়ে তুলতে সহায়তা করেছিল।

[৫] এরপর মালয়েশিয়া সরকার ওয়ানএমডিবি দুর্নীতি তদন্তের আওতায় ব্যাংক গোল্ডম্যান স্যাক্স এবং প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনে মালয়েশিয়া। বিনিয়োগকারীদের ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দেয়াসহ অর্থচুরি ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

[৬] গোল্ডম্যানের দুই সাবেক কর্মকর্তা টিম লেইসনার রজার এনজি’র বিরুদ্ধে ২৭০ কোটি ডলার অর্থচুরি, কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং ওয়ানএমডিবির জন্য বন্ড ইস্যুর ব্যবস্থা করা নিয়ে বিনিয়োগকারীদের ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে।

[৭] বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওয়ানএমডিবি তহবিল গঠনের কাজ শুরু করেছিলেন। পরে রাজাকের বিরুদ্ধেই ওই তহবিলের অর্থ লুটপাটের অভিযোগ উঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়