শিরোনাম
◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বন্যার অযুহাতে সবজির দাম তিন গুণ বৃদ্ধি

লাইজুল ইসলাম : [২] শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মগবাজার, পলাশী, নিউ মার্কেট ও কাওয়ান বাজারে দেখা গেছে, বন্যার অযুহাতে সব ধরনের সবজির দাম তিন গুন বৃদ্ধি করেছেন বিক্রেতারা। কেজিতে প্রতি ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি করেছেন তারা।

[৩] গত সপ্তাহের তুলনায় সব কিছুই বেশি দামে বিক্রি হচ্ছে বাজারগুলোতে। প্রতি কেজি টমেটো ৭০-৯০, কাঁচামরিচ প্রতি কেজি ১১০-১২০, কাঁকরোল ৬০, ঝিঙ্গা ৬০, চিচিঙ্গা ৫০, ঢেঁড়স ৪৫, শসা ৭০, বেগুন ৭০, লাউ ৭০, গাজর ৪০, বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

[৪] ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা করে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪৫-১৫০টাকা করে। অন্যান্য জাতের মুরগিতেও কেজি ও আকার ভেদে কমেছে ১০-২০ টাকা করে। এদিকে, গরুর মাংস ৬০০ টাকা করে বিক্রি হলেও সামনে ঈদ উল আযহার কারণে দাম কিছুটা কমেছে। ৫৫০ টাকা করে বিক্রি হচ্ছে গরুর মাংস। বেশি পরিমানে নিলে ৫২০ টাকায়ও বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা। খাসি ও বকরির মাংসের দামও কমেছে ১০-২০ টাকা করে।

[৫] তবে তেল, ডাল, লবন, আটা ইত্যাদি মুদি পন্যের দাম এখনো বাড়েনি। গত দুই সপ্তাহ আগে চালের দাম কেজি প্রতি ২-৪ টাকা বৃদ্ধি হয়ে স্থীতিশীল আছে। এখনো চালের দাম কমেনি বা বৃদ্ধি পায়নি।

[৬] সবজি বিক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতি ভালো না হলে সবজির দাম আরো বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়