শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৮, সুস্থ ১৭৬৮ (ভিডিও)

মহসীন কবির : [২] শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২৮৩৬ জন, মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। মোট শনাক্ত থেকে সুস্থ্যতার সংখ্যা বাদ দিলে দেশে বর্তমান রোগী ৯৭ হাজার ৬৮২ জন। মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ২৩৭ জন এবং নারী ৫৯৯ জন।

[৪] তিনি জানান, মৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ছয় জন করে ১২ জন, রাজশাহী বিভাগে এক জন, বরিশাল বিভাগে তিন জন, সিলেট ও রংপুর বিভাগে চার জন করে আট জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাসায় মারা গেছেন তিন জন।

[৫] মৃতদের বয়স বিশ্লেষণ করে তিনি জানান, ১০০ বছরের ঊর্ধ্বে এক জন, ৯১ থেকে ১০০ বছের মধ্যে এক জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২০২৭ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪ জনের।

[৭] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৬৮ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ।

[৮] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭০৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪৫ হাজার ৯১০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২৬ হাজার ৯৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৭০ জন।

[৯] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

[১০] ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা বিশ্বে এরইমধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দেড় কোটির বেশি। আর, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষের। ইউরোপে আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে ক্রমাগত বেড়েই যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়