শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে র‌্যাবের অভিযানে ভিজিএফ’র চাল’সহ গ্রেপ্তার এক

তপু সরকার : [২] শেরপুরে জিএফ এর ১৬৩ বস্তা চালসহ ছাইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে র‌্যাব-১৪ জামালপুর।

[৩] বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে শেরপুরের নালিতাবাড়ী শহরের কাচারিপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। তবে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ব্যবসায়ী ইউনুছ আলী এন্ন (৫৫) ও হাদিউল ইসলাম (৪৫) পালিয়ে যায়।

[৪] র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর এএসপি এম.এম সবুজ রানার নেতৃত্বে পৌর শহরের উত্তর বাজারস্থ কাচারীপাড়া মহল্লার একটি ব্যক্তিগত গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই গুদাম থেকে বিক্রির জন্য সংরক্ষিত ভিজিএফ এর ১৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়।

[৫] এ সময় ভিজিএফ এর চাল রাখার অপরাধে ব্যবসায়ী ছাইদুল ইসলামকে হাতেনাতে আটক করে র‌্যাব। পরে আটক ছাইদুলের কথা মতো অপর একটি গুদামে কাবিখার ৩৮৪ বস্তা গম জব্ধ করা হয়। তবে গমগুলো বিভিন্ন প্রকল্প থেকে বৈধভাবে কেনা বলে জানায়। তাই আগামী রোববার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে তদন্ত শেষে সিদ্ধান্ত নেয়া হবে

[৬] অভিযান শেষে উল্লেখিত গুদাম দুটো উপজেলা প্রশাসনের মাধ্যমে সীলগালা করে দেয়া হয়। এছাড়া, রাতেই বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আটক ছায়েদুলকে পুলিশে হস্তান্তর করেছে র‌্যাব। এ

[৭] অভিযানকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সাথে ছিলেন।

[৮] র‌্যাব ও বিভিন্ন সূত্র জানায়, বিশেষ একটি সিন্ডিকেট র্দীঘদিন ধরে বিভিন্ন ইউনিয়ন থেকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ভিজিএফ এর চাল ক্রয় করে আসছিলো। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়