শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি টিকিট রুখে দিলো দুবাই প্রবাসীর আত্মহত্যা

ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : [২] সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী মোহাম্মদ ইদ্রিস (৪৬)। তিনি চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমনন্ডী আহাম্মদ সাফার ছেলে।
ইদ্রিস দীর্ঘ আট বছর যাবৎ দুবাইতে বসবাস করে আসছে।করোনা প্রাদুর্ভাবের কারণে বর্তমানে কাজকর্ম না থাকায় মানষিক যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছেন। টাকা না থাকার কারণে রুম ভাড়া খাবার খরচ দিতে পারছিলোনা।বেশ কিছুদিন যাবৎ দেশে যাবার চেষ্টা করলেও টাকার অভাবে বিমানের টিকিট করতে পারেনি।সবকিছু মিলে রীতিমতো মানষিকভাবে ভেঙ্গে পড়ছিল বলে জানান তার একই রুমের বসবাস করা তার এলাকার ভাই আহাম্মদ ছালেহ।

[৩] ছালের ভাষ্য অনুযায়ী ইদ্রিসের কোনো ঘুম হতো না। সে শুধু মরে যাবে, মরে যাবে বলতো। রীতিমতো আত্মহত্যার কথা বলতো। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনস্যাল জেনারেল মান্যবর কনস্যাল মোহাম্মদ ইকবার হোসেন খানের শরণাপর্ণ হলো। এই পরিস্থিতি দেখে কনস্যাল জেনারেল আশ্বস্ত করলেন। ইদ্রিসকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিবেন।

[৪] এদিকে কনস্যাল জেনারেল ইদ্রিসের অবস্থা মানবিক দিক বিবেচনা করে আমিরাতের প্রবীণ কমিউনিটি নেতা, বাংলাদেশ সমিতি আবুধাবীর সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবুজাফর চৌধুরীকে বিষয়টি অবহিত করা হয়।

[৫] প্রকৌশলী মোহাম্মদ আবুজাফর চৌধুরী বলেন, একটি টিকিটের জন্যে একজন মানুষ আত্মহত্যা করতে পারে না। তাই আমি বাংলাদেশ বিমানের একটি টিকিট কিনে ইদ্রিসকে উপহার দিলাম। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ কনস্যুলেট ভবনের হল রুমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি টিকিট যার বর্তমান মূল্য প্রায় ৫০ হাজার টাকা এবং এই টিকিট মোহাম্মদ ইদ্রিসকে হস্তান্তর করেন।

[৬] টিকিট পেয়ে ইদ্রিছের চোঁখ মুখে যেন নতুন উদ্দীপনার একটি ছাপ পরিলক্ষিত হয়। সাথে সাথে তিনি কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান ও প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আজকে উনাদের সহযোগিতায় আমি জীবিত ভাবে দেশে যাবার ইচ্ছা প্রকাশ করছি।

[৭] এ সময় কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে অনেকে অর্থের কারণে ভিবিন্ন সমস্যা আছে তাই এই সমস্যার সমাধানে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসা প্রয়োজন।

[৮] এ সময় আরো উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব ও দুতলায় প্রধান প্রবাস লামারং,বিশিস্ট কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী ও আমিরাতের সিনিয়র সাংবাদিক মাহাবুব হাসান হৃদয় ও ওবায়দুল হক মানিক প্রমূখ। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়