শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুয়াওয়েকে প্রত্যাখান করলে সম্ভাবনা ও সমৃদ্ধিকে নাকচ করা হবে : ব্রিটেনের চীনা রাষ্ট্রদূত

ওয়ালি উল্লাহ সিরাজ : [২] টাইমস ম্যাগাজিনের অনলাইনে এক সাক্ষাতকারে ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ ঝিয়াওমিং ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে এ মন্তব্য করেন। তিনি বলেছেন, হুয়াওয়েকে গুরুত্ব দেয়ার অর্থই হচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধিকে ধরে রাখা। সিনহুয়া

[৩] লিও বলেন, ফাইভ-জি হচ্ছে ভবিষ্যতের প্রতিনিধি। এই ফাইভ-জিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হুয়াওয়ে আর হুয়াওয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছে চীন। ফাইভ-জি শুধু শিল্প বিকাশের ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করবে না। বরং এটা সবার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।

[৬] সম্প্রতি হুয়াওয়ে’এর প্রতি লন্ডনের ইউ-টার্ন নীতি নিয়ে লিও বলেছেন, ‘আমার মনে হয় এ অঞ্চলে নেতৃস্থানীয় দেশ হওয়ার সুযোগ নষ্ট করলো লন্ডন। উল্লেখ্য হুয়াওয়ে’র সাথে লন্ডনের ফাইভ-জি চুক্তি হয়েছিলো ২০ বছরের জন্য।

[৭] মঙ্গলবার হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, ব্রিটিশ সরকারের এই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত খুবই অনাকাক্সিক্ষত। এই কারণে ব্রিটেনের ডিজিটাল প্রক্রিয়াকরণ ধীরগতির হয়ে পড়বে।

[৮] ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হুয়াওয়েই থেকে ফাইভ-জির যন্ত্রপাতি ক্রয় ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে সীমাবন্ধ থাকবে। আর হুয়াওয়েই এর সকল ধরণের যন্ত্রপাতি ২০২৭ সালের মধ্যে পুরোপুরি সরিয়ে নেয়া হবে। তাদের যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়