শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রীদের মালামাল চুরির অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালক গ্রেফতার

রাজু চৌধুরী : [২]  সিএনজি অটোরিকশা চালক হলেও মূল পেশা চুরি এমন একজনকে আটক করেছে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ।২৩ জুলাই (বৃহস্পতিবার) এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এসআই সজল কান্তি দাশ, এসআই সুকান্ত চৌধুরী, এসআই মোমিনুল হাসান, এসআই কেএম তারিকুজ্জামান, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই রুহুল আমিন, এএসআই সাইফুল সহ টিম কোতোয়ালী এক অভিযান পরিচালনা করে কোতোয়ালী এলাকা থেকে চুরি হওয়া মালামাল খুলশী থানা এলাকা হইতে উদ্ধার করে।

[৩] আসামী মোঃ গিয়াস উদ্দিন(২৩), পিতা মোঃ ফরিদকে গ্রেফতার করে। এই বিষয়ে এস আই সজল কান্তি দাশ বলেন, গত ২০ জুলাই সোমবার দুপুরে এক ব্যবসায়ী খাতুনগঞ্জ হতে বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে রাউজানে যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সা রেজিঃ নম্বর চট্টমেট্টো-থ-১২-৭৯০১ গাড়িটি ৬০০/-টাকায় ভাড়া করে মালামাল লোড করে। অন্য দোকান হইতে ক্রয়কৃত মালামাল নেওয়ার জন্য একটু অপেক্ষা করতে বলে ফিরে এসে দেখে, সিএনজি গাড়ীটি উধাও। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে প্রযুক্তির সহায়তায় নগরীর কদমতলী এলাকা হইতে আসামীকে আটক করা হয় এবং আসামীর দেখানো মতে খুলশী থানা এলাকায় বাসার সামনে হইতে বাদীর চোরাই কৃত মালামাল ও ঘটনায় ব্যবহৃত সিএনজিটি পুলিশ উদ্ধার করা হয়।

[৪] তিনি আরো বলেন, আসামী মোঃ গিয়াস উদ্দিন খুলশী থানাধীন মাইনুদ্দিন এর কলোনী (ইনচার্জ-মোমিন) ডেবার পাড় আয়েশা মসজিদের পাশে বসবাস করে। পেশায় একজন সিএনজি ড্রাইভার হলেও যাত্রীদের মালামাল চুরি করে নিজের আত্মীয় স্বজনদের মালামাল বলে বিভিন্ন খুচরা দোকানে বিক্রি করত। মূলত সে নগরীর রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, খাতুনগঞ্জ, ফিশারীঘাট সহ ব্যস্ততম মার্কেটের সামনে অবস্থান করে যাত্রী নিয়ে মাঝপথে গাড়ী নষ্ট বলে যাত্রীকে অপেক্ষামান রেখে কৌশলে মালামাল চুরি করে নিয়ে যেত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়