শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে ডিলারশিপের ফাঁদ পেতে টাকা আত্মসাৎ, আটক এক

সুজন কৈরী : [২] অনলাইনে ডিলারশিপের পোস্ট দিয়ে ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগে মো. আমজাদ হোসেন কিরণ নামের একজনকে যশোর থেকে আটক করেছে সিআইডির সাইবার ইউনিট।

[৩] তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দূরবর্তী বিভিন্ন জেলার ব্যবসায়ীদের টার্গেট করে টাকা আত্মসাৎ করতেন।

[৪] বৃহস্পতিবার দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ক্রাইমের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য জানান। এ সময় সিআইডির সাইবার ক্রাইমের ডিআইজি মো. শাহআলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] রেজাউল মাসুদ বলেন, সিআইডির সাইবার পুলিশের ফেসবুক পেজে বুলবুল হোসেন নামের একজন তথ্য দেন যে, এমডি আল আমিন খান নামের এক ব্যক্তি ফেসবুকে পেজ ও গ্রুপ খুলে অনলাইনে ডিলারশিপের ব্যাপারে আলোচনা করেছেন। সেখানে ডিলারশিপ নিতে চায় বলে বিভিন্ন পোস্ট করে থাকে। সেখানে দেয়া নম্বরে যোগাযোগ করলে তিনি জানান, যশোরে তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি ব্যবসা আরও বাড়াতে চান।

[৬] সিআইডি কর্মকর্তা রেজাউল বলেন, ব্যবসায়ীরা তার সঙ্গে যোগাযোগ করলে আল আমিন প্রথমে কিছু নমুনা (স্যাম্পল) পাঠিয়ে ও সঙ্গে সঙ্গে বিকাশে টাকা পরিশোধ করতে বলেন। মালামাল কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে বলে জানান। পরে ডিলারদের জানানো হয়, তাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সুতরাং তারা যেন দ্রুত একটি বড় লটের পেমেন্ট পাঠিয়ে দেন। ব্যবসায়ীরা পেমেন্ট পাঠিয়ে দিলেই তার ওই মোবাইল নম্বর ব্লক এবং ফেইসবুক আইডি ব্লক করে দেন।

[৭] রেজাউল মাসুদ বলেন, অভিযোগ পাওয়ার পর ওই মোবাইল নম্বর থেকে প্রাপ্ত আইডির সূত্র ধরে যশোরে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে আটক করা হয়।

[৮] জিজ্ঞাসাবাদে আমজাদ সিআইডিকে জানিয়েছেন, বিভিন্ন দূরের জেলার ব্যবসায়ীদের তিনি টার্গেট করতেন। যেন ওই ব্যবসায়ীরা তাকে আর খুঁজে না পায় বা আইনের আশ্রয় নিতে না পারেন। তার বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়