শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাজিস্ট্রেট দেখেই দৌড় দিলেন ‘ডাক্তার’

খুলনা প্রতিনিধি: [২] জেলার কয়রা উপজেলা সদরের কথিত দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোস্তফা কামাল নামের ভুয়া চিকিৎসক দৌড়ে পালিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তার চেম্বারটি সিলগালা করে দেন।

[৩] বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এর আগে একবার কথিত ওই দন্ত চিকিৎসক মোস্তফা কামালকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। তবে সুযোগ বুঝে তিনি আবার চেম্বার খুলে বসেন।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস জানান, তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও দীর্ঘদিন কয়রা উপজেলা সদরে ‘সাগর ডেন্টাল ক্লিনিক’ নামে চেম্বার খুলে প্রতারণা করে আসছিলেন। প্রতিনিয়তই সেখানে সাধারণ মানুষ চিকিৎসার নামে অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই তার চেম্বারটি সিলগালা করে দেয়া হয়েছে।

[৬] প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে ওই চিকিৎসক দৌড়ে পালিয়ে যান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়