শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালের পূর্বে করোনার টিকা বাজারে আসবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্স-কোভিড-১৯ এর টিকার প্রথম পর্যায়ের ফলাফলে সাফল্য আসার পর করোনার টিকা নিয়ে আশা দেখতে শুরু করেছে বিশ্ববাসী। রাশিয়া বলেছে, তারা দ্বিতীয় পর্যায়ের সফল টিকার প্রয়োগ করেছে। তবে হু সতর্ক করে বলেছে, টিকা তৈরিতে গবেষকরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেলেও ২০২১ সালের প্রথমার্ধের পূর্বে এটি পাওয়ার সম্ভাবনা নেই। ইয়ন

[৩] হু’র জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, আমরা খুব ভালোভাবে এগিয়েছি। অনেক টিকারই তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় কোনোটিই নিরাশ করে নি। তবে বাস্তবসম্মতভাবে দেখলে বলতে হবে আগামী বছরের পূর্বে আমরা সাধারণ মানুষকে এই টিকা দিতে পারব না। তিনি আরও বলেন, ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে টিকা পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে হু। কারণ এই মহামারী পুরো বিশ্বের সমস্যা।

[৪] প্রসঙ্গত, এখনো টিকা আবিষ্কার না হলেও টিকা তৈরি করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইতোমধ্যেই আগাম কোটি কোটি ডোজ টিকার চুক্তি করে রেখেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

[৫] এই সময় কমিউনিটি ট্রান্সমিশন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যাতে স্কুল না খোলা হয়, সেই বিষয়েও সতর্ক করেছেন মাইক রায়ান। এদিকে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়লেও স্কুল দিতে দিতে বারবার অঙ্গরাজ্যগুলোকে চাপ দিচ্ছেন ট্রাম্প। তিনি এও বলেছেন, ‘আমি নিজের ছেলে ব্যারন ট্রাম্প এবং নাতি-নাতনিদের স্কুলে পাঠাতে প্রস্তুত রয়েছি।’ রয়টার্স। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়