শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী বিভাগে কোভিড ১৯ আক্রান্তদের অর্ধেক সুস্থ

মঈন উদ্দীন: [২] বিভাগের আট জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৭ জন।

[৩] বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য। তিনি জানান, সক্রিয় ৫ হাজার ৮২১ জন রোগীর মধ্যে ৩ হাজার ৯৭১ জনেরই তেমন উপসর্গ নেই। তাই তারা বাড়িতেই আইসোলেশনে আছেন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন ১ হাজার ১১৬ জন।

[৪] রাজশাহী বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৩, নাটোরে ১, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন। সর্বশেষ বুধবার ৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায় ।

[৫] এ দিন নতুন শনাক্ত হয়েছেন ২১৯ জন। এর মধ্যে রাজশাহীতেই শনাক্তের সংখ্যা ৭৮ জন। এর বাইরে বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ৫০ জন, পাবনায় ২৮ জন, নওগাঁয় ৩ জন এবং জয়পুরহাটে ১ জন শনাক্ত হয়েছেন।

[৬] বিভাগে মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৩৭০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৪২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮, নওগাঁয় ৮৪৪, নাটোরে ৩৮৭, জয়পুরহাটে ৬৫৬, সিরাজগঞ্জে ১ হাজার ১৮০ জন এবং পাবনায় ২১৪ জন শনাক্ত হয়েছেন।

[৭] গত বুধবার বিভাগে সুস্থ হয়েছেন ২৩১ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ২৮ জন, নাটোরের ৮ জন, জয়পুরহাটের ২ জন, বগুড়ার ১৭৯ জন, সিরাজগঞ্জের ৬ জন এবং পাবনার ৪ জন রয়েছেন।

[৮] বিভাগের মধ্যে এ পর্যন্ত রাজশাহীর ৭৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩৮ জন, নওগাঁর ৬৪০ জন, নাটোরের ১৫২ জন, জয়পুরহাটের ১৯৭ জন, বগুড়ার ২ হাজার ৫৭৫ জন, সিরাজগঞ্জের ৩০৯ জন এবং পাবনার ৩১৩ জন করোনামুক্ত হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়