শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, তিন জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা

মো.আদনান হোসেন: [২] ধামরাই উপজেলার কালামপুর বাজারে দোকান ও গোডাউন থেকে ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উক্ত ঘটনায় বিভিন্ন মেয়াদে মোট তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

[৩] স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (২৩শে জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক নেতৃত্বে কালামপুর বাজারে অভিযানে দোকান ও গোডাউন থেকে ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ওই ঘটনায় এক ব্যবসায়ী মো.আমিনুল ইসলাম কে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে,পরে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক জানতে পরেন যে, কালাপুর বাজারে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির জন্য আনা হয়েছে তাৎক্ষণিক তিনি অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন এবং রাক্ষুসে পিরানহা মাছ বিক্রর জন্য দুই ব্যাবসায়ী ১। আব্দুল গনী কে ৩০০০ হাজর ২। গারী মকবুল কে ৫০০টাকা টাকা জরিমানা করা হয়। এ সময় ধামরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার সহ সহকারী মৎস্য কর্মকর্তা আবুল বাশার উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়