শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ভেজাল মশলা কারখানায় অভিযান, দুইজনকে জেল জরিমানা

গাজীপুর প্রতিনিধি: [২] জেলা মহানগরীর পেয়ারাবাগান এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভেজাল হলুদ মরিচ তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে আটক করে জেল জরিমানা করা হয়েছে।

[৩] আটককৃতরা হচ্ছে- পঞ্চগড়ের বোদা থানার তেপুরিয়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে বিল্লাল হোসেন (৩৮) ও রংপুরের পীরগঞ্জ থানার চত্রা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩০)। পরে আটককৃতদের জেল হাজাতে পাঠানো হয়েছে।

[৪] বাসন থানার এসআই শেখ মফিজুর রহমান জানান, নগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ওই দুই ব্যক্তি দীর্ঘ দিন ধরে মেশিনের মাধ্যমে হলুদ ও মরিচের সঙ্গে কাঠের গুড়া, জর্দা রং ও কাপড়ের রং মিশিয়ে গাজীপুরের বিভিন্ন বাজারে বিক্রি করতো। এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী প্রত্যেককে দুই মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসব মশলা মানবদেহের জন্য মারাত্নক ক্ষতিকর।

[৫] তিনি আরো জানান, পবিত্র ঈদুল আজহায় মশলার উচ্চ চাহিদার কথা বিবেচনায় অধিক মুনাফার আশায় এ কারখানা চালানো হচ্ছিল। অভিযানে স্যানেটারী ইন্সপেক্টর, বাসন থানার পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়