শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের লক্ষণ না কমায় মার্কিন অর্থনীতিতে ফের গভীর মন্দার আশঙ্কা

রাশিদ রিয়াজ : [২] মরগ্যান স্ট্যানলি এশিয়ার সাবেক চেয়ারম্যান স্টিফেন রোয়াচ বলেছেন অব্যাহত আঘাতের মাঝেই মার্কিন অর্থনীতিতে ফের মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। একে কেবল ‘ডব্লিউ’ আকারের মন্দার সঙ্গে তুলনা করে তিনি বলেন, মার্কিন অর্থনীতি কোভিডের প্রবল আঘাতে কেবল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু অর্থনীতিতে আরো প্রচণ্ড আঘাত হানার আশঙ্কা রয়েছে। আরটি/সিএনবিসি

[৩] ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এক মাসে এধরনের ঋণ বেড়েছে ১ ট্রিলিয়ন।

[৪] স্টিফেন বলেন, ব্যবসা ও কর্মসংস্থান এমনি দুর্বিপাকে আটকা পড়েছে যে এখন আসছে মাসগুলোতে করপোরেট ব্যাংক খেলাপির সংখ্যা বাড়বে। এর সাথে স্বাস্থ্য নিয়ে মার্কিন নাগরিকরা উদ্বেগে থাকায় ভোক্তা চাহিদা ফিরে আসবে না।

[৫] স্টিফেন বলেন, বিভিন্ন পরিষেবা ভোক্তাদের চাহিদা ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি উৎপাদনখাত মন্দা কাটানোর লড়াইয়ে শুরু করা মাত্রই ডলারের অবমূল্যায়ন ব্যাপক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের কোভিডের লক্ষণ না কমায় মার্কিন অর্থনীতিতে ফের গভীর মন্দার আশঙ্কা মজুদ মুদ্রা হিসেবে ডলারের ভূমিকা চ্যালেঞ্জের মুখে পড়বে তার এমন আশঙ্কাও গুরুত্ব দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।

[৭] স্টিফেনের মত অন্যান্য বিশ্লেষক যেমন প্রখ্যাত বিনিয়োগকারী মার্ক মবিয়াস বলেছেন যখন শাটডাউন প্রত্যাহার করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন তখন ফের কোভিড পরিস্থিতির অবনতিতে আর্থিক কর্মকাণ্ড বা উৎপাদন কোনটিই গতি পাচ্ছে না। আরেক বিশ্লেষক মার্ক জান্ডি বলেন যুক্তরাষ্ট্রে বেকারত্বের মিছিল আরো দীর্ঘ হতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়