শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ৭৬টি বিদ্যালয় মেরামতে এক কো‌টি ৩৫ লাখ টাকা বরাদ্দ

র‌হিদুল খান : [২] যশো‌রের চৌগাছায় ৭৬টি সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ক্ষুদ্র মেরাম‌ত কা‌জের জন্য এক কো‌টি ৩৫ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দি‌য়ে‌ছে সরকার। চৌগাছা উপ‌জেলা শিক্ষা অ‌ফিস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছ‌রে পিই‌ডি‌পি-৪ প্র‌কল্পের আওতায় উপজেলার ৫২টি স্কুল মেরামতের জন্য স্কুল প্র‌তি দুই লাখ টাকা ক‌রে মোট এক কো‌টি চার লাখ টাকা প্রদান করা হ‌য়ে‌ছে।

[৩] বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয় গু‌লো হ‌লো- ফুলসারা,‌ সিংহঝু‌লি, গরীবপুর, জাহাঙ্গীরপুর, পাশা‌পোল, হাউ‌লি, পলুয়া, শাহাজাদপুর, কা‌বিলপুর, ‌চৌগাছা মডেল, মুক্তদহ, ইছাপুর, ‌নিউ আড়কা‌ন্দি, মাড়ুয়া, যাত্রাপুর, ‌দে‌বিপুর, কমলাপুর, মাধবপুর, গয়ড়া, আন্দার‌কোটা, কংশারীপুর, কাটগড়া কু‌টি, বল্লভপুর, দ‌ক্ষিণ বল্লভপুর, নারায়ণপুর, বড়খানপুর, বা‌দেখানপুর, চাঁদপাড়া, রঘুনাথপুর, বু‌ড়িন্দীয়া, কু‌ষ্টিয়া ফ‌তেপুর, ভাদড়া, উ‌জিরপুর, স্বর্পরাজপুর, ‌নিয়ামতপুর, হাজীপুর, কোমরপুর, বক‌শিপুর, ব‌হিলা‌পোতা, চুটারহুদা, জিওলগা‌ড়ি, গদাধারপুর, দেবালয়, বা‌জে খ‌ড়িঞ্চা, বাঘারদা‌ড়ি, পাঁচবা‌ড়িয়া, মাংগীরপাড়া, কু‌লিয়া, দ‌ক্ষিণ রামকৃষ্নপুর, ছোট কাকু‌ড়িয়া, বা‌টিকামা‌রি ও আফরা।

[৪] অপর‌দিকে রাজস্ব খাত থেকে ১৮টি বিদ্যালয় মেরাম‌তের জন্য বিদ্যালয় প্র‌তি এক লাখ ৫০ হাজার টাকা ক‌রে মোট ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে। বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয়গু‌লো হ‌লো মা‌লিগা‌তি, আড়কা‌ন্দি,রাজাপুর, আজমতপুর, মাধবপুর উত্তরপাড়া, সুখপুকু‌রিয়া, বল্লভপুর, আন্দু‌লিয়া, চন্দ্রপাড়া, স্বরুপদাহ, চাঁদপুর, ‌কোটালীপুর ও পা‌তি‌বিলা,‌ হোগলডাঙ্গা,‌ কোটালীপুর, চাঁদপুর, পাঁচনামনা ও হায়াতপুর।

[৫] এছাড়া কাটগড়া সপ্রা‌বির জন্য ৬০ হাজার টাকা,স্বরুপদাহ সপ্রা‌বির জন্য ৭০ হাজার টাকা,মাধবপুর সপ্রা‌বির জন্য ৩০ হাজার টাকা,পা‌তি‌বিলা সপ্র‌বির জন্য ৭০ হাজার টাকা, গয়ড়া সপ্র‌বির জন্য ৮০ হাজার টাকা ও চন্দ্রপাড়া সপ্র‌বির জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে।

[৬] প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের একা‌ধিক শিক্ষকরা জানান, এসব মেরামত কা‌জে সভাপ‌তি ও প্রধান শিক্ষকরা মি‌লে নানারকম নয়ছয় ক‌রে থা‌কে। অপর এক‌টি সূত্র জানায়, উপ‌জেলা প্র‌কৌশল অ‌ফিস কা‌জের এ‌স্টি‌মেট করার সময়ই সেখা‌নে কম কা‌জের জন্য বে‌শি টাকা খরচ দে‌খি‌য়ে এ‌স্টি‌মেট ক‌রে। এ ক্ষে‌ত্রে তারাও বরাদ্দকৃত টাকার এক‌টি অংশ প‌কেটস্থ ক‌রে থা‌কে।

[৭] উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন কাজ শেষ করার আ‌গে কাউ‌কে টাকা দেয়া হ‌বে না। আ‌মি শতভাগ কাজ ক‌রে নেওয়ার জন্য সর্বাত্তক চেষ্টা কর‌ছি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়