শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়িতে বসেই আইপিএলের ধারাভাষ্য দিবেন ধারাভাষ্যকাররা

স্পোর্টস ডেস্ক : [২] স্থগিত হয়ে গেছে এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আর বাঁধা নেই ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএলের। সেকারণেই আইপিএল আয়োজনের নানা পরিকল্পনাও শুরু করে দিয়েছে বিসিসিআই।

[৩] সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই দ্বিতীয় বারের মতো আইপিএল হতে যাচ্ছে আরব আমিরাতে। ক’রোনার কারণে ভারতে অনুষ্ঠিত হওয়াটা যেমন স্বাভাবিকতার উর্ধ্বে তেমনি এবারের আইপিএলে দেখা যাবে নতুন অনেক কিছু!

[৪] ক’রোনার কারণে এবার ভার্চুয়াল কমেন্ট্রির পরিকল্পনা করছে সম্প্রচার সংস্থা ‘স্টার’। বিশেষ করে আঞ্চলিক ভাষার ধারাভাষ্য এবার চলবে ঘরে বসেই। প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণ যখন কমেনি তখন বিশ্বের নানা প্রান্তের ধারাভাষ্যকারদের এক জায়গায় রাখা আর কোয়ারেন্টিন মেনে চলা সবকিছুই কঠিন। এ কারণেই ভার্চুয়াল কমেন্ট্রিতে অবলম্বন খুঁজছে সম্প্রচার সংস্থা।

[৫] এরইমধ্যে পরীক্ষামূলকভাবে এই কাজটা করেছে স্টার। এইতো গত রোববার সেঞ্চুরিয়ান পার্কে প্রদর্শনী ম্যাচে ভার্চুয়াল কমেন্ট্রি পরীক্ষামূলকভাবে করে ‘স্টার’ কর্তৃপক্ষ। যেখানে বরোদার বাড়ি থেকে ইরফান পাঠান, কলকাতা থেকে দীপ দাশগুপ্ত আর মুম্বাই থেকে ধারাভাষ্য দিলেন সঞ্জয় মাঞ্জেরেকার। যেখানে পুরোপুরি সফল ‘স্টার’।

[৬] তবে কিছু সমস্যাও আছে। যেমনটা জানাচ্ছিলেন ইরফান। বলেন, ‘এটা ছিল দুর্দান্ত অভিজ্ঞতা। যদিও ইন্টারনেটের স্পিড ঠিক ছিল না! টেকনোলজির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এটা মাথায় রেখেই মনে হচ্ছে আইপিএলে বাড়ি থেকে কমেন্ট্রি করা চ্যালেঞ্জ।’

[৭] তবে মাঠে ২৫টি ক্যামেরা যদি লাগানো যায় তা হলে সমস্যা হবে না। তখন ধারাভাষ্যকাররা মাঠ থেকে বাড়িতে বসেই ভালো দেখতে পাবেন।

[৮] তবে তার আগে সূচির অপেক্ষায় স্টার। আমিরাতে টুর্নামেন্ট হচ্ছে এটা নিশ্চিত। যদিও ভারত সরকার এনিয়ে এখন সরাসরি কিছুই জানায়নি। সরকারের অনুমতি পেলেই কাজে নেমে পড়বে আয়োজকরা।
-আইপিএল ওয়েব সাইড

  • সর্বশেষ
  • জনপ্রিয়