শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃতদের ৭৪ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা

ডেস্ক রিপোর্ট: [২] মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৪ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

[৩] দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। বুধবার (২২ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ১৬৮জন (৭৮.৮১ শতাংশ) ও নারী ৫৬৪ জন (২১.১৯ শতাংশ)।

[৪] করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৩৪১ জন (৪৮ দশমিক ৭৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৬৯৬ জন (২৫ দশমিক ৩০ শতাংশ), রাজশাহী বিভাগে ১৫২ জন (৫ দশমিক ৫৩ শতাংশ), খুলনা বিভাগে ১৮১ জন (৬ দশমিক ৫৮ শতাংশ), সিলেট বিভাগে ১২৮ জন (৪ দশমিক ৬৫ শতাংশ), বরিশাল বিভাগে ১০২ জন (৩ দশমিক ৭১ শতাংশ), রংপুর বিভাগে ৯৩ জন (৩ দশমিক ৩৮ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৫৮ জন (২ দশমিক ১১ শতাংশ)।

[৫] দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪২ জন মারা গেছেন। এর মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৩ জন সিলেট বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়