শিরোনাম

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করে সৎ ও যোগ্যদের দিয়ে স্বাস্থ্যখাত ঢেলে সাজান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

সমীরণ রায় : [২] দলটির রাজনৈতিক পরিষদের অনলাইন সভায় বক্তারা বলেন, কোভিড মোকাবেলায় স্বাস্থ্য খাতকেই নেতৃত্ব দিতে হবে। গোটা স্বাস্থ্যখাত চুরি, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও জালিয়াতির লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। এর দায়দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করেছেন। কিন্তু দায় থেকে তাকে মুক্তি দেবার কোনো সুযোগ নেই।

[৩] তারা আরও বলেন, স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ কোনো শাস্তি নয়। এখন তাকে গ্রেপ্তার করে স্বাস্থ্য ও চিকিৎসাখাতের চুরি-দুর্নীতি-জালিয়াতির তদন্ত হওয়া দরকার। একইসঙ্গে জড়িত দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

[৪] নেতারা বলেন, স্বাস্থ্যখাতের মন্ত্রী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই করোনার পরীক্ষা, কেনাকাটা ও চিকিৎসা নিয়ে নজিরবিহীন প্রতারণা ও দুর্নীতি হয়েছে। তাদের নিস্ক্রিয়তা ও ছত্রছায়ায় সাহেদ, সাবরিনা ও আরিফদের মত মহাপ্রতারকরা দুর্নীতি করেছে। সাহেদের ভুয়া করোনা পরীক্ষা ও প্রতারণা সম্পর্কে আবুল কালাম আজাদ জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। লাখ লাখ মানুষের করোনা আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এদের ভুয়া রিপোর্টের কারণেই ইতালীসহ বিভিন্ন দেশে অভিবাসী বাংলাদেশীরা চরম নিগ্রহে রয়েছেন। এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

[৫] পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপুসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়