শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুল, মাদ্রাসাসহ ৫টি প্রতিষ্ঠানের জমি উদ্ধারে সংসদীয় কমিটি কাছে আবেদন

মনিরুল ইসলাম: [২] দীর্ঘ কয়েক যুগ ধরে বেদখলে রয়েছে থাকা স্কুল, মাদ্রাসা, শিশু সদন (এতিমখানা)সহ ৫টি প্রতিষ্ঠানের প্রায় দুই একর জমি। কয়েক কোটি টাকা মূল্যের ওই জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লিসহ এলাকাবাসী দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করলেও কাজ হয়নি। এমতাবস্থায় ওই জমি উদ্ধারে সংসদীয় কমিটির হস্তক্ষেপ চেয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

[৩] বুধবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর লেখা এক আবেদনে এই হস্তক্ষেপ চাওয়া হয়। আবেদনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল জামে মসজিদ, এতিমখানা ও ফোরকানিয়া মাদরাসার জমি উদ্ধারে তড়িৎ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকে পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

[৪] লিখিত আবেদনে বলা হয়েছে, ওই ৫টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মোট চার একর ৬০ শতাংশ জমি রয়েছে। এরমধ্যে প্রায় দুই একর জমি আব্দুর রউফ সরকার জোরপূর্বক ভোগদখল করে আসছে। গত ৮ জুলাই হাজার হাজার বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে।

[৫] অভিযোগে বলা হয়েছে, ওই ৫টি প্রতিষ্ঠানের প্রায় দুই একর জমি রউফ সরকার ও তার পূত্ররা জবর দখল করে রেখেছে। আব্দুর রউফ সরকারের পিতা ইব্রাহিম সরকার ইবুও চিহ্নিত রাজাকার ছিলেন। একাত্তরে অনেক মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতনের পেছনে তার ভুমিকা ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়