শিরোনাম
◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোর্টল্যান্ডে সেনা মোতায়েন ট্রাম্পের, বিক্ষোভকারীদের সুরক্ষায় মানব দেয়াল বানালেন মায়েরা

লিহান লিমা: [২] গত ২৫ মে¿ কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর থেকেই যুক্তরাষ্ট্রে ৫৫তম দিনের মতো বর্ণবাদবিরোধী ও পুলিশি নিপীড়ন বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে তিন ইউনিট প্যারামিলিটারি সদস্য পাঠিয়েছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। এছাড়া শিকাগোতে ১৫০জন ও কেনসাসে ১০০জন ফেডারেল এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপি

[৩] ফেডারেড এজেন্টদের উপেক্ষা করেই পোর্টল্যান্ডের রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী। [৪] তরুণ বিক্ষোভকারীদের ফেডারেল সৈন্যদের থেকে সুরক্ষা করতে রাস্তায় নেমে আসেন মায়েরা। তারা ‘ওয়াল অব মমস’ তৈরি করেন। ৫জন নাতির দাদীমা উইডম্যান বলেন ‘এটি স্বৈরাচার’। এই সময় তিনি ‘দাদী বলছে: ফেডারেল এজেন্ট, পোর্টল্যান্ড ছাড়–ন’ লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। এক নারীর টি-শার্টে লেখা, ‘নিজের মায়ের শরীরে গুলি চালিও না।’

[৫] ডেমোক্রেট গর্ভনর কেট ব্রাউন বলেন, ট্রাম্পের সেনাদের বাড়ি ফিরে অন্যকাজে মনোনিবেশ করার সময় এসেছে।

[৬] ফেডারেল কর্মকর্তারা বলছেন, ‘আমাদের এজেন্টদের ওপর হামলা করা হয়েছে। তা সত্তে¡ও পোর্টল্যান্ড কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সহিংসতা ও ভাঙচুর দমন করতে রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ অসহযোগীতা করছেন।’ স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান চাদ উলফ বলেন, ‘ দিনশেষে আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে।’

[৭] স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গ্রাফিতি, ভবন ও স্থাপনার সুরক্ষাকে কারণ হিসেবে দেখিয়ে ট্রাম্প প্রশাসন সৈন্য পাঠিয়েছে। কিন্তু ফেডারেল সৈন্যরা এর চেয়ে বেশি কিছু করছেন। তারা সাদা পোশাকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছেন।

[৮] আইনী বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় প্রশাসনের অসম্মতিতে ফেডারেল এজেন্ট ব্যবহার সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে। শিকাগো এবং ইলিনয় অঙ্গরাজ্যের মেয়ররা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা কখনোই স্বৈরশাসনকে স্বাগত জানাবো না।’ সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়