শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ছাড়তে বিদেশিদেরও কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক

লাইজুল ইসলাম : [২] মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, সরকারের নির্দেশনা অনুসারে যে সব বিদেশি নাগরিক বাংলাদেশে ১৪ দিনের বেশি অবস্থান করেছেন, তাদের ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা করাতে হবে।

[৩] তাহেরা খন্দকার আরো বলেন, বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশযাত্রীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। ২৩ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে। কোভিড টেস্ট করানোর জন্য ১৬ সরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

[৪] তিনি বলেন, সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা প্রতিপালনের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

[৫] যাত্রার ৭২ ঘণ্টার আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি নেওয়ার ব্যবস্থা করতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

[৬] কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট করা পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সেখানকার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন। নমুনা দেওয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ পাওয়ার জন্য ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়