শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭২ ঘণ্টার মধ্যে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ, তীব্র প্রতিবাদ বেইজিংয়ের

রাশিদ রিয়াজ : [২] দি গ্লোবাল টাইমস’এর এডিটর-ইন-চিফ এর আগে এমন দাবি করেছিলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে ওয়াশিংটন ‘হঠাৎ’ এধরনের নির্দেশ দিয়েছে। রয়টার্স/সিএনএন/আরটি

[৩] হিন্দুস্থান টাইমস এএফপির বরাত দিয়ে বলেছে পাল্টা ব্যবস্থা হিসেবে চীনের উহানে মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দিতে পারে বেইজিং। তবে এধরনের সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

[৪] চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় গত ২১ জুলাই ওয়াশিংট হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়। চীনা মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

[৫] ওয়াশিংটনে চীনা দূতাবাসসহ যুক্তরাষ্ট্রে ৫টি কনস্যুলেট পরিচালনা করছে বেইজিং। বাকি কনস্যুলেটগুলো হচ্ছে নিউইয়র্ক, শিকাগো, সান ফ্রান্সিসকো ও লসএ্যাঞ্জেলস।

[৬] এদিকে হিউস্টন পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে ওই চীনা কনস্যুলেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়া জানাচ্ছে দূতাবাসটিতে কিছু নথিপত্র আগুন জ¦ালিয়ে পুড়িয়ে ফেলা হয় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে।

[৭] নথি পুড়িয়ে ফেলার প্রসঙ্গে চীনা মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান এধরনের কাজ স্বাভাবিকভাবেই পরিচালনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়