শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চির নিদ্রায় শায়িত মেজর মিজানুর, কুলখানি শুক্রবার

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর (অবঃ) মো. মিজানুর রহমান। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি তার একমাত্র কন্যা, স্ত্রী ও মাকে রেখে গিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেজর মিজানের ছোট ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: জিয়াউর রহমান। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার ভোরে ঢাকায় অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আগামী ২৫ জুলাই (শুক্রবার) বাদ আসর মিরপুর-১ এর জি-ব্লকে অবস্থিত মনিকানন মসজিদে মেজর মিজানের কুলখানি অনুষ্ঠিত হবে।

কুলখানি ও দোয়া মাহফিলে আত্মীয় স্বজন, পরিচিতজন ও সকল শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন অধ্যাপক জিয়া।

মেজর মিজান ১৯৬৬ সালের ২২ শে ডিসেম্বর গোপালগঞ্জ জেলার মকসুদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছিলেন পরিবারের জ্যেষ্ঠ পুত্র। বাবা মরহুম আব্দুল হালিম লস্কর ছিলেন আইসিসিডিডিআরবি’র সহকারী গ্রন্থাগারিক।

তিনি গভঃ ল্যাবরেটরি হাই স্কুল থেকে এস. এস. সি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচ. এস. সি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি চতুর্দশ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অংশগ্রহণের মধ্যদিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

পেশাগত জীবনে মেজর মিজান বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন।

মেজর (অবঃ) মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জিয়া রহমানের বড়ভাই এবং বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক পরিচালক নুরুন নাহার নাজমা’র ছোট ভাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়