শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে ডিএসসিসি’র নতুন ইউনিয়ন প্রকল্পের কাজের সময় বাড়ছে

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে যুক্ত হওয়া দ্বিতীয় ধাপে চারটি ইউনিয়নের ৭০ ভাগ কাজ হয়েছে। এই ইউনিয়নগুলোর উন্নয়নে ৪৭৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৬ মাস সময় বাড়ানো হয়েছে। তবে কোভিট-১৯ কারণে সময় আরো ৩ মাস বাড়ানো হতে পারে।

[৩] ডিএসসিসির উদ্ধতন কর্মকর্তা জানান, সকল বাধা কাটিয়ে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোকে মডেল শহর বানানো হবে। যাতে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত না হয়। ইতোমধ্যে পুরোদমে কাজ চলছে। এলইডি লাইটের কাজও শেষ পর্যায়ে।

[৪] ‘ডিএসসিসি আওতাধীন নবসংযুক্ত নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থাাার উন্নয়ন’ প্রকল্পে গতবছর ব্যয় হয়েছে ৭০ কোটি টাকা।

[৫] এ বিষয়ে ডিএসসিসির তত্ত¡াবধায়ক প্রকৌশলী মুন্সী আবুল হাশেম বলেন, পুরোদমে কাজ চলছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, উন্নয়নশীল ও পরিবেশ বান্ধব অবস্থা তৈরি হবে। ইতোমধ্যে রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন কাজ শুরু হয়েছে। আই ডাবিøউ এম কে ১৭টি আরসিসি ব্রিজ তৈরির করছে। যার কাজ প্রায় শেষ পর্যায়ে।

[৬] প্রকল্প পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, কাজটি কয়েক ধাপে শেষ হবে। বর্তমানে পুরোদমে কাজ চলছে। জিওবির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

[৭] প্রকল্প স‚ত্রে জানা যায়, ৪৭৬ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ের প্রকল্পে প্রায় ৬৬ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তা নির্মাণ ও উন্নয়ন কাজে ১৯৮ কোটি টাকা ব্যয় হচ্ছে। ৮ কিলোমিটার ফুটপাথ নির্মাণে ৩ কোটি ৩১ লাখ টাকা, ১৭টি আরসিসি ব্রিজ তৈরিতে ১৩৮ কোটি টাকা, ৪৮ কিলোমিটার নর্দমা তৈরিতে ৬০ কোটি টাকা, ১১৭ কিলোমিটার এলইডি লাইট লাগাতে ব্যয় ৫৭ কোটি টাকা। ১২টি খাতে পুরো টাকা খরচ হবে। এর পাশাপাশি পরামর্শক, টিউব লাইট হস্তান্তর খাতেও অর্থ বরাদ্দ আছে। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়