শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বন্দুকযুদ্ধে গরু রাব্বি নিহত

বগুড়া প্রতিনিধিঃ [২]  বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকায় বন্দুকযুদ্ধে আল আমিন শেখ ওরফে গরু রাব্বি (৩৭) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির সময় গরু রাব্বি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত গরু রাব্বি শহরের সুলতানগঞ্জপাড়া (ঘুনপাড়া) গ্রামের খালেকুজ্জামান হেলালের ছেলে।

[৩] জেলা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া শহরের নুরানি মোড় সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে, মঙ্গলবার রাতে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি করছে। এমন সংবাদ পেয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিমসহ ও পুলিশের কয়েকটি ট্রিম সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

[৪] পুলিশ ট্রিম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর গরু রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে রাখা হয়েছে।

[৫] সনাতন চক্রবর্তী আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দু রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

[৬] বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ প্রতিবেদক-কে বলেন, পুলিশের নথিতে গরু রাব্বির নামে খুন, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ৭টি মামলা পাওয়া রয়েছে। সে এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়