শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় নিষিদ্ধ পলিথিন জব্দ নিয়ে সংঘর্ষে প্রধান আসামি সাইদুলের অস্ত্র যাচ্ছে সিআইডিতে

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২]  মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিষিদ্ধ পলিথিন আটকের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের মামলায় কারাগারে থাকা প্রধান আসামি সাইদুল ইসলামের লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আদালতের অনুমতিতে অস্ত্র দুটির ‘ব্যলাস্টিক’ পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)তে পাঠানোর হচ্ছে। ওই সংঘর্ষে সাইদুল(৩৮) বিরুদ্ধে করা মামলায় প্রকাশ্যে গুলি করার অভিযোগ করা হয়েছে।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সাইদুল ইসলামকে গ্রেফতার করে। পরদিন ৯ জুলাই সকালে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে সাইদুলকে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুলের নামে লাইসেন্স করা পিস্তল ও শটগান তার বাড়ি থেকে জব্দ করেন।

[৪] পরে ১৬ জুলাই জব্দ করা অস্ত্র দুটি পরীক্ষার জন্য বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অনুমতি চেয়ে আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অস্ত্র দুটি থেকে গুলি হয়েছে কিনা পরীক্ষার জন্য আদালত অনুমতি দেন। আদালতের অনুমতি নিয়ে অস্ত্র দুটির ‘ব্যলাস্টিক’ পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পাঠানোর প্রক্রিয়া চলছে।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শরীফ উদ্দিন বলেন, ‘যেহেতু মামলায় সাইদুলের বিরুদ্ধে গুলি করার অভিযোগ আছে। দুটি অস্ত্র থেকে গুলি হয়েছে কিনা পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

[৬] উল্লেখ্য, গত ১ জুলাই পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতে ৭০ মণ পলিথিন জব্দ ও জরিমানার জের ধরে ২ জুলাই সকালে বড়লেখা শহরের উত্তর বাজার এলাকায় একজনের উপর হামলা ও পরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ বাদী হয়ে ১৮ জনের ও জসিম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নামে থানায় পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় বাদীরা ঘটনার সময় প্রকাশ্যে আগ্নেআস্ত্রসহ হামলার অভিযোগ এনে শাহজালাল শপিং সিটির অংশীদার সাইদুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়