শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জোর করে অন্যের বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেয়ায় হামলা!

এস এম সাব্বির :[২] গোপালগঞ্জ অন্যের বসত বাড়ির উপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণে বাধা দেয়ায় হামলা চালিয়ে নারীসহ কমপক্ষে ১৫ জনকে আহত করেছে দখলকারীরা। আহত এক নারীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সদর উপজেলার সুলতানশাহী উত্তর পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয় গোপীনাথপুর তদন্ত কেন্দ্র অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেছেন ভূক্তভোগিরা।

[৩] ভূক্তভোগী মোঃ ইমদাদুল হক অভিযোগ করে বলেন, আমার বাড়ির জমির সামনের (দক্ষিণ) দিক দিয়ে পায়ে চলার জন্য অনুমতি চায় প্রতিবেশি গোলাম আহাদ শেখ। অনুমতি দিলে আহাদের পরিবার ওই স্থান দিয়ে যাতায়াত করে। এর আগে তারা আমার বাড়ির পিছন দিকের জায়গা দিয়ে যাতায়াত করত। কিন্তু কৌশলে রান্নাঘর ও বাথরুম নির্মাণ করে ওই পথ বন্ধ করে দেয় । কিছুদিন পর বাড়ির নির্মাণ সামগ্রী নেয়ার জন্য পায়ে চলা পথে ইট বিছায়। নির্মাণ কাজ শেষ হওয়ার পর আমি ইট তুলে নেয়ার কথা বল্লে তারা গ্রামের কিছু মাতুব্বরদের নিয়ে আমার কাছে আসেন। তাদের সকলের অনুরোধে আমি রাস্তার জায়গা দিতে রাজি হই। বিনিময়ে আমাকে পূর্ব পাশ দিয়ে জমি দেয়ার কথা হয়। কিন্তু তারা আমাকে জমি না দিয়ে ওই জায়গা দিয়ে স্থায়ী (পাকা) রাস্তা তৈরী শুরু করে। বাধা দিলে গোলাম আহাদ জমি জোর করে নিবে বলেও হুমকি দেয়।

[৪] তিনি আরও জানান, সম্প্রতি আমি একটি ঘর নির্মাণ কাজ শুরু করলে রবিবার রাতে গোলাম আহাদ ও তার ভাই মাহামুদ লোকজন নিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে আমাকে ও আমার স্ত্রী আছিয়া বেগমকে বেধড়ক মারপিঠ করে এবং আমার ভাইদের ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় মঞ্জুর শেখ, মুনসুর শেখ, মারুফ শেখ, হাফিজুর রহমান মোল্লা ও সাজেদ হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত আছিয়া বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] ইমদাদুল আরো বলেন, গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনেসপেক্টরকে ফোন দিলে তিনি ঘটনা স্থলে এসে হামলাকারীদের কিছু না বলে আমাকে মীমাংশার জন্য তদন্ত কেন্দ্রে যেতে বলেন।
এর আগে গত ২৫ জুন ইমদাদুল হক গোপালগঞ্জের সহকারী কমিশনারে (ভূমি) কাছে লিখিত অভিযোগ করে কোন সুরাহা না পেয়ে ৩০ জুন আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন।

[৬] গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ আবু নাঈম জানান, রোববার ঘর তোলা নিয়ে দুই পক্ষের মধ্যেই ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই শান্ত করে মীমাংশার কথা বলে আসি।#

  • সর্বশেষ
  • জনপ্রিয়