শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পজিটিভ নিয়ে কিস্তি আদায়

জেরিন আহমেদ: [২] করোনা পজিটিভ নিয়ে অফিসিয়াল কার্যক্রম ও কিস্তি আদায় করায় মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকায় আশা এনজির কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: বিল্লাল হোসেনের নির্দেশনায় ওই এনজিওর কার্যক্রম বন্ধ ও লকডাউন ঘোষণা করা হয়।

[৩] উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) আশা এনজিওর সহকারী ম্যানেজার প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রশাসনিকভাবে ওই ম্যানেজারের বাড়ি ও আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। ওই সময় তার অফিসের সকল কর্মীদের নমুনা পরিক্ষার জন্য বলা হয়।

[৪] কিন্তু নমুনা পরীক্ষা ও রিপোর্ট আসার আগ পর্যন্ত ব্রাঞ্চের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য কতৃপক্ষ তাদের কোন নির্দেশনা দেননি। ফলে ব্রাঞ্চের দুজন কর্মী আব্দুর রশীদ (৩৯) ও আমির আলী (৩৬) করোনা পজিটিভ নিয়ে তাদের অফিসিয়াল কার্যক্রম ও কিস্তি আদায় অব্যাহত রাখেন।

[৫] গালা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জানান, উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে আমরা ঝিটকার আশার ব্রাঞ্চ অফিসটি লকডাউন করে দিয়েছি। সেই সাথে লকডাউনকালীন সময় পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সূত্র: সময় টিভি, আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়