শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ছবিতে প্রভাস-দীপিকার পারিশ্রমিক ১০০ কোটি রূপি!

মুসফিরাহ হাবীব: [২] ‘বাহুবলী’ ছবি করার পর ভারতের দক্ষিণী অভিনেতা প্রভাস সুপারস্টার বনে গেছেন। তার ভক্ত বিশ্বজুড়ে। বড় বাজেট আর ভিন্ন গল্প নিয়ে হাজির হন তিনি। এবার তার সঙ্গে জুটি বাঁধছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাই অনুরাগীদের প্রত্যাশার পারদও তুঙ্গে।

[৩] ছবিটিকে ঘিরে চলছে নানান জল্পনা। আসন্ন ছবিতে তাদের পারিশ্রমিক বা সম্মানী কত হতে পারে, এ নিয়েও চলছে আলোচনা। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, নতুন ছবির জন্য প্রভাস পারিশ্রমিক নিচ্ছেন ৭০ কোটি রুপি আর দীপিকা নিচ্ছেন ৩০ কোটি রুপি। এ নিয়ে এক ছবিতে দুই তারকার সম্মানী দাঁড়াচ্ছে ১০০ কোটি রুপি।

[৪] পত্রপত্রিকার খবর, ছবিটির বাজেট ৪০০ কোটি রুপি। আর দুই তারকার জন্য নির্মাতারা বরাদ্দ রেখেছেন এই ১০০ কোটি রুপি। দীপিকার পারিশ্রমিক ৩০ কোটি রূপি হওয়ায় এ ছবির মধ্য দিয়ে তিনি হতে চলেছেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী।

[৫] এর আগে ‘পদ্মাবত’ ছবির জন্য দীপিকা পারিশ্রমিক নিয়েছেন ১২ কোটি রুপি। ‘ছপাক’ ছবিতে পারিশ্রমিক বাড়িয়ে দীপিকা নেন ১৫ কোটি রুপি। সে হিসাবে প্রভাসের সঙ্গে তার ছবির পারিশ্রমিক দ্বিগুণ হচ্ছে। করোনাভাইরাসের কারণে ভারতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় অনেক প্রযোজকেরই অনুরোধ, শিল্পীরা যেন পারিশ্রমিক কমান। সে বিবেচনায় প্রভাস-দীপিকার পেছনে এত অর্থ ব্যয়কে অনেকেই ভাল চোখে দেখছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়