শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চামড়া সংরক্ষণের কাজে শিশু নিয়োগ দিলে ব্যবস্থা

আনিস তপন : [২] ঈদুল-উল-আযহা পরবর্তী সময়ে চামড়া পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের মত ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিক নিয়োগ না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

[৩] সম্প্রতি এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, শিশু শ্রমিক নিয়োগের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং নির্দেশনা অমান্যে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ-উল-আযহাকে সামনে রেখে এ ধরণের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

[৪] পত্রে বলা হয়েছে, চামড়া প্রক্রিয়াকরণে এসিডসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়। তাছাড়া চামড়া শিল্পের পরিবেশ অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে। বাংলাদেশ সরকার ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজের তালিকাতেও চামড়া শিল্পের বিষয়টি অন্তর্ভুক্ত আছে।

[৫] সরকার ২০১৩ সালে ট্যানারি ও চামড়াজাত শিল্পে চামড়া প্রক্রিয়াজাতকরণসহ ৩৮টি কাজকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করেছে। এতে শ্রম আইন অনুযায়ী ১৮ বছরের আগে কোন শিশুকে এ ধরণের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ না দেয়ার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে।

[৬] কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় জানান, ট্যানারি এবং চামড়াজাত শিল্পকে শতভাগ শিশুশ্রম মুক্ত করা হয়েছে। তাই আসন্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে চামড়া পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিজাতকরণের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের কেউ যাতে নিয়োগ না করে সেজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়