শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে কোভিডে আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের মৃত্য

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অপরদিকে ঝিনাইদহের শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান।

[৩] মৃত ব্যবসায়ী পৌর এলাকার আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে ও শহরের মুন্সি মার্কেটের নবীন ক্লথ ষ্টোরের স্বত্তাধিকারী। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে ঝিনাইদহের শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান। তিনি সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলির ছেলে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

[৪] ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার কোভিড সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার জেলায় নতুন করে আরও ১৮ জন কোভিডে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তে সংখ্যা ৬৮২ জনে দাড়িয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ্য হয়েছেন ২৫০ জন। ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন এবং মোট মৃতের সংখ্যা ১৩ জন।

[৫] ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলায় কোভিড-১৯ এ উপসর্গ এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের লাশ দাফন করেছে ইফা কমিটি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়